100 MCQ
প্রশ্ন ১ : অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)-এর বিষয়টি সংবিধানের কত নম্বর আর্টিকলে উল্লেখ রয়েছে ?
উত্তর : আর্টিকল ৪৪
প্রশ্ন ২ : ভারতে “ওয়াটার ম্যান” বলে কে পরিচিত ?
উত্তর : রাজেন্দ্র সিং
প্রশ্ন ৩ : ভারতে হলুদ বিপ্লব (ইয়েলো রেভলিউশন) কীসের সঙ্গে যুক্ত ?
উত্তর : তৈলবীজ উৎপাদন
প্রশ্ন ৪ : ভারতে ব্লু রেভলিউশন কীসের সঙ্গে যুক্ত ?
উত্তর : মৎস্যচাষ
প্রশ্ন ৫ : হোয়াইট রেভলিউশন (ভারত) বলতে কী বোঝায় ?
উত্তর : দুগ্ধ উৎপাদন ক্ষেত্রের আরও শ্রীবৃদ্ধি ঘটানোর উদ্দেশ্য নিয়ে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়
প্রশ্ন ৬ : গ্রিন রেভলিউশনের উদ্দেশ্য কী ছিল ?
উত্তর : সবুজ বিপ্লবের উদ্দেশ্য ছিল ফসলের শ্রীবৃদ্ধি করা
প্রশ্ন ৭ : ভারতে গোল্ডেন ফাইবার রেভলিশউন কীসের সঙ্গে যুক্ত ?
উত্তর : পাট উৎপাদন
প্রশ্ন ৮ : ভারতে ব্ল্যাক রেভলিউশন কীসের সঙ্গে যুক্ত ?
উত্তর : পেট্রলিয়াম প্রোডাকশন
প্রশ্ন ৯ : গ্রে রেভলিউশন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর : ফার্টিলাইজ়ার
প্রশ্ন ১০ : সিলভার রেভলিউশন কীসের সঙ্গে যুক্ত ?
উত্তর : ডিম/পোলট্রি প্রোডাকশন
প্রশ্ন ১১ : পিঙ্ক রেভলিউশন কীসের সঙ্গে যুক্ত ?
উত্তর : পিঁয়াজ উৎপাদন/ ফার্মাসিউটিক্যাল/চিংড়ির উৎপাদন
প্রশ্ন ১২ : রেড রেভলিউশন কীসের সঙ্গে যুক্ত ?
উত্তর : মাংস ও টোম্যাটো উৎপাদন
প্রশ্ন ১৩ : রাউন্ড রেভলিউশন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর : আলু
প্রশ্ন ১৪ : গোল্ডেন রেভলিউশন কীসের সঙ্গে যুক্ত ?
উত্তর : ফল উৎপাদন/সামগ্রিক উদ্যানপালন জাত উৎপাদন/মধু উৎপাদন
প্রশ্ন ১৫ : ব্রাউন রেভলিউশন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর : চামড়াজাত সামগ্রী/কোকোয়া উৎপাদন
প্রশ্ন ১৬ : ভারতের সেন্ট্রাল ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাঙ্ক কেন বলা হয় ?
উত্তর : পূর্বে ব্যাঙ্কগুলিকে টাকা দেওয়ার সময় সোনা গচ্ছিত (রিজ়ার্ভ) রাখত সেন্ট্রাল ব্যাঙ্ক
প্রশ্ন ১৭ : বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ বাংলার কোন জেলায় দেখা যায় ?
উত্তর : বীরভূম
প্রশ্ন ১৮ : ত্রিলোচন কলমচি কার ছদ্মনাম ?
উত্তর : আনন্দ বাগচি
প্রশ্ন ১৯ : প্রথম আন্তর্জাতিক বোটানিক্যাল কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর : প্যারিস, ১৮৬৭
প্রশ্ন ২০ : বিহারিনাথ পাহাড় কোন জেলায় ?
উত্তর : বাঁকুড়া
------------------------------
প্রশ্ন ১ : মায়া একটি সফটওয়্যার। কী ধরনের সফটওয়্যার এটি ?
উত্তর : 3D কম্পিউটার অ্যানিমেশন সফটওয়্যার
প্রশ্ন ২ : পোস্ট অফিস প্রোটোকল 3 (POP3) কী ?
উত্তর : ইমেইল সার্ভার
প্রশ্ন ৩ : মালয়ালম উপন্যাস আরাচার (Aarachaar)। কে লিখেছেন ?
উত্তর : কে আর মীরা
প্রশ্ন ৪ : ওজ়োন স্তর বায়ুমণ্ডলের কোন অংশে অবস্থিত ?
উত্তর : স্ট্র্যাটোস্ফিয়ার
প্রশ্ন ৫ : বিশ্বের শুষ্কতম এলাকা মারিয়া এলেনা সাউথ কোন মরুভূমিতে অবস্থিত ?
উত্তর : আটাকামা
প্রশ্ন ৬ : ওজ়োন ডে কবে ?
উত্তর : ১৬ সেপ্টেম্বর
প্রশ্ন ৭ : The One-Straw Revolution বইটির লেখক কে ?
উত্তর : মাসানোবু ফুকুওকা (Masanobu Fukuoka)
প্রশ্ন ৮ : জেনেটিকস শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর : উইলিয়াম বেটসন
প্রশ্ন ৯ : লোদি সাম্রাজ্যের প্রবর্তক কে ?
উত্তর : বাহলুল খান লোদি
প্রশ্ন ১০ : এটনা আগ্নেয়গিরি কোন দেশে ?
উত্তর : ইট্যালি
প্রশ্ন ১১ : রাজ্যসভার বর্তমান ভাইস চেয়ারম্যান কে ?
উত্তর : PJ কুরিয়েন
প্রশ্ন ১২ : ১৯২৮-এর নেহরু রিপোর্ট কার নেতৃত্বে তৈরি হয় ?
উত্তর : মতিলাল নেহরু
প্রশ্ন ১৩ : ব্যাঙ্ক পরিষেবার সঙ্গে যুক্ত IFSC নম্বর। এর পুরো কথা কী ?
উত্তর : ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড
প্রশ্ন ১৪ : জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন রাজ্যে সংগঠিত হয় ?
উত্তর : অমৃতসর
প্রশ্ন ১৫ : আয়রন লেডি অফ মণিপুর কাকে বলা হয় ?
উত্তর : ইরম চানু শর্মিলা
প্রশ্ন ১৬ : ভিলাই স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে ?
উত্তর : ছত্তিশগড়
প্রশ্ন ১৭ : প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে ?
উত্তর : জি শঙ্কর কুরুপ
প্রশ্ন ১৮ : সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান উদ্বোধন করেন কে ?
উত্তর : রাজীব গান্ধি
প্রশ্ন ১৯ : স্পেশাল প্রোটেকশন গ্রুপের (SPG) মোটো কী ?
উত্তর : শৌর্যম, সমর্পণম, সুরক্ষণম (Bravery, Dedication, Security)
প্রশ্ন ২০ : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন কে ছিলেন ?
উত্তর : বিচারপতি রঙ্গনাথ মিশ্র
----------------------------------
প্রশ্ন ১ : প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য শব্দের বেগ কত বৃদ্ধি পায় ?
উত্তর : ৬১ cm/sec
প্রশ্ন ২ : কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক কত ?
উত্তর : ২৭৩ K
প্রশ্ন ৩ : A ___ of books. শূন্যস্থানে কী বসবে ?
উত্তর : Pile
প্রশ্ন ৪ : নাদিয়া পেত্রোভা কোন দেশের খেলোয়াড় ?
উত্তর : রাশিয়া
প্রশ্ন ৫ : হ্যারল্ড পিন্টার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর : সাহিত্য
প্রশ্ন ৬ : CMYK কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ?
উত্তর : প্রিন্টিং
প্রশ্ন ৭ : ভারতীয় রেনেসাঁর ভোরের শুকতারা কাকে বলা হয় ?
উত্তর : রাজা রামমোহন রায়
প্রশ্ন ৮ : রেগুর মৃত্তিকা কী চাষের উপযোগী ?
উত্তর : তুলো
প্রশ্ন ৯ : হলদিয়া কোন শিল্পকেন্দ্র ?
উত্তর : পেট্রোরসায়ন
প্রশ্ন ১০ : Before Memory Fades: An Autobiography. কার লেখা ?
উত্তর : ফালি এস নরিম্যান
প্রশ্ন ১১ : আলেকজ়ান্ডার কতদিন ভারতে ছিলেন ?
উত্তর : ১৯ মাস
প্রশ্ন ১২ : তাহকিক ই হিন্দ কে রচনা করেন ?
উত্তর : অলবেরুণি
প্রশ্ন ১৩ : দশম পরিকল্পনার অর্থবরাদ্দ কোন ক্ষেত্রকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিল ?
উত্তর : শক্তি
প্রশ্ন ১৪ : সেপ্টিসিমিয়া কী ?
উত্তর : রক্তে বিষক্রিয়া
প্রশ্ন ১৫ : উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তর : আনামুদি
প্রশ্ন ১৬ : ব্যাঙ্কক কোন নদীর তীরে ?
উত্তর : চাও ফরায়ে
প্রশ্ন ১৭ : মানুষের শরীরে ইউরিয়া কোথায় তৈরি হয় ?
উত্তর : বৃক্ক
প্রশ্ন ১৮ : Calico কথাটি কোন ভারতীয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর : টেক্সটাইল
প্রশ্ন ১৯ : রাষ্ট্রসংঘের মহাসচিবের এককালীন মেয়াদ কত ?
উত্তর : ৫ বছর
প্রশ্ন ২০ : ট্রিগভি লাই কে ?
উত্তর : রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব
---------------------------------------
প্রশ্ন ১ : ১৯২৭ সালে নিযুক্ত হয় সাইমন কমিশন। সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তর : ৭
প্রশ্ন ২ : ইতিহাসের জনক কাকে বলা হয় ?
উত্তর : হেরোডোটাস
প্রশ্ন ৩ : সংবাদ কৌমুদীর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : রাজা রামমোহন রায়
প্রশ্ন ৪ : হোয়াইট কন্টিনেট কোন মহাদেশকে বলা হয় ?
উত্তর : আন্টার্কটিকা
প্রশ্ন ৫ : ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে বানিয়েছিলেন বলে ধরা হয় ?
উত্তর : নেবুচাদনেজার (II)
প্রশ্ন ৬ : গিবসন মরুভূমি কোথায় ?
উত্তর : অস্ট্রেলিয়া
প্রশ্ন ৭ : রাষ্ট্রসংঘ (UNO) কবে সরকারিভাবে আত্মপ্রকাশ করে ?
উত্তর : ২৪ অক্টোবর, ১৯৪৫
প্রশ্ন ৮ : ওয়ার্ল্ড ওসেন ডে কবে ?
উত্তর : ৮ জুন
প্রশ্ন ৯ : রোমান যুদ্ধের দেবতার নাম অনুসারে নামকরণ হয়েছে একটি গ্রহের। কোন গ্রহ ?
উত্তর : মার্স (মঙ্গল)
প্রশ্ন ১০ : কম্পিউটার কি বোর্ডে Esc কি-টি কোথায় থাকে ?
উত্তর : সবচেয়ে বাঁদিকে। একদম শুরুতে
প্রশ্ন ১১ : সাইবার স্পেস শব্দটি কার সৃষ্ট ?
উত্তর : উইলিয়াম গিবসন
প্রশ্ন ১২ : নালন্দা ডিজিটাল লাইব্রেরি কাদের উদ্যোগ ?
উত্তর : NIT, কালিকট
প্রশ্ন ১৩ : জুমলা (Joomla) কী ?
উত্তর : এটি একটি ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম
প্রশ্ন ১৪ : Library is a heart of an institution- কার উক্তি ?
উত্তর : ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণান
প্রশ্ন ১৫ : ISSN কী ?
উত্তর : International Standard Serial Number
প্রশ্ন ১৬ : কোন ভাইসরয় ১৯৪৫ সালে সিমলা কনফারেন্সের আহ্বায়ক ছিলেন ?
উত্তর : লর্ড ওয়াভেল
প্রশ্ন ১৭ : ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কত সালে গঠিত হয় ?
উত্তর : ১৯৭৪
প্রশ্ন ১৮ : ফিশিং ক্যাট কোন রাজ্যের স্টেট অ্যাানিম্যাল ?
উত্তর : পশ্চিমবঙ্গ
প্রশ্ন ১৯ : তুলসীদাসকে কলিকালের বাল্মিকি কে বলেছেন ?
উত্তর : নাভাদাস
প্রশ্ন ২০ : ২০১৭ সালের IPL চ্যাম্পিয়ন হল কে ?
উত্তর : মুম্বই ইন্ডিয়ানস
-----------------------------------------
প্রশ্ন ১ : Queen of Baltic কোন শহরকে বলা হয় ?
উত্তর : স্টকহোম
প্রশ্ন ২ : কততম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে ভারতের অন্তর্ভুক্ত হয় সিকিম ?
উত্তর : ৩৬
প্রশ্ন ৩ : প্রয়াত হলেন তামিল কবি কবিক্কো। কী তাঁর আসল নাম ?
উত্তর : এস আবদুল রহমান
প্রশ্ন ৪ : ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি ?
উত্তর : ৭
প্রশ্ন ৫ : দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী কোথায় ?
উত্তর : দমন
প্রশ্ন ৬ : The Daily Courant কী ?
উত্তর : ইংল্যান্ডের প্রথম সংবাদপত্র। প্রকাশকাল ১৭০২। তারিখ ১১ মার্চ
প্রশ্ন ৭ : কোন প্রধানমন্ত্রীর আমলে গঠিত হয় মণ্ডল কমিশন ?
উত্তর : মোরারজি দেশাই
প্রশ্ন ৮ : কিকলি লোকনৃত্য কোন রাজ্যে প্রসৃদ্ধ ?
উত্তর : পঞ্জাব
প্রশ্ন ৯ : লন্ডনে ১০ ডাউনিং স্ট্রিট কেন বিখ্যাত ?
উত্তর : এটি যুক্তরাজ্যের সদর দপ্তর
প্রশ্ন ১০ : প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কী ?
উত্তর : CaSO4·1⁄2H2O
প্রশ্ন ১১ : নোমাডিক এলিফ্যান্ট কী ?
উত্তর : ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে যৌথ মিলিটারি অনুশীলন অভিযান
প্রশ্ন ১২ : অপারেশন সুলাইমানি কোন রাজ্যে চালু হয়েছে ?
উত্তর : কেরালা
প্রশ্ন ১৩ : Alphabet Soup for Lovers - কার লেখা বই ?
উত্তর : অনিতা নায়ার
প্রশ্ন ১৪ : দাত্তু ভোকানাল কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর : রোয়িং
প্রশ্ন ১৫ : সোয়াবিনে কোন অ্যাসিডের আধিক্য ?
উত্তর : ফাইটিক অ্যাসিড
প্রশ্ন ১৬ : ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে- কবে ?
উত্তর : ২৬ এপ্রিল
প্রশ্ন ১৭ : ৬৩ দিন টানা অনশনের পর দেশের জন্য প্রাণ দেন কে ?
উত্তর : যতীন্দ্রনাথ দাস
প্রশ্ন ১৮ : ১৯২৮ সালে কে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হন ?
উত্তর : মতিলাল নেহরু
প্রশ্ন ১৯ : দা ডেকান রায়ট কবে হয়েছিল ?
উত্তর : ১৮৭৫ সালে
প্রশ্ন ২০ : ভারতের প্রথম সয়েল মিউজ়িয়াম কোথায় স্থাপিত হয় ?
উত্তর : কেরালা
-------------------------------------
প্রশ্ন ১ : বৌদ্ধ স্তূপে কোন ভাষা ব্যবহৃত হয়েছে ?
উত্তর : পালি
প্রশ্ন ২ : ইয়োক্টো নিউটন এককের সাহায্যে কী মাপা হয় ?
উত্তর : বল (ফোর্স)
প্রশ্ন ৩ : ২০১৬ সালে কে ফিলিপিন্সের রাষ্ট্রপতি হন ?
উত্তর : রডরিগো দুয়ের্তে
প্রশ্ন ৪ : মানুষের দেহে কোন গ্রন্থি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা হিসেবে কাজ করে ?
উত্তর : প্যানক্রিয়াস
প্রশ্ন ৫ : কম্পিউটারে .tmp ফাইল বলতে কী বোঝানো হয় ?
উত্তর : টেম্পোরারি ফাইল
প্রশ্ন ৬ : ভোল্টেজকে কখনও ইএমএফ বলা হয়, ইএমএফ কী ?
উত্তর : ইলেক্ট্রোমোটিভ ফোর্স
প্রশ্ন ৭ : রেডিওয় এএম বলতে কী বোঝায়?
উত্তর : অ্যামপ্লিচুড মডিউলেশন
প্রশ্ন ৮ : টিভি কেবল কোন তরঙ্গ পাঠায় ?
উত্তর : রেডিও ফ্রিকোয়েন্সি
প্রশ্ন ৯ : কাফি খাঁ কার ছদ্মনাম ?
উত্তর : প্রফুল্লচন্দ্র লাহিড়ি
প্রশ্ন ১০ : ইনটেলের সদর দপ্তর কোথায় ?
উত্তর : সান্টা ক্লারা, ক্যালিফর্নিয়া
প্রশ্ন ১১ : নোনা জলে যে উদ্ভিদ জন্মায় তাদের কী বলে ?
উত্তর : হেলোফাইটস
প্রশ্ন ১২ : ভিব্রিও কমা কোন রোগ সৃষ্টি করে ?
উত্তর : কলেরা
প্রশ্ন ১৩ : ট্রানজ়িসটরের উদ্ভাবনসাল কত ?
উত্তর : ১৯৪৭
প্রশ্ন ১৪ : কোন ক্ষেত্রে বিখ্যাত পণ্ডিত যশরাজ ?
উত্তর : সঙ্গীত
প্রশ্ন ১৫ : চণ্ডীগড়়ের রক গার্ডেনের স্রষ্টা কে ?
উত্তর : নেক চাঁদ
প্রশ্ন ১৬ : পণ্ডিত বিশ্বমোহন ভাটের নাম কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ?
উত্তর : মোহনবীণা
প্রশ্ন ১৭ : প্রাথমিক রং কী ?
উত্তর : নীল, হলুদ, লাল
প্রশ্ন ১৮ : পশ্চিম জার্মানির রাজধানী কোথায় ছিল ?
উত্তর : বন
প্রশ্ন ১৯ : কাওয়াল টাইগার রিজ়ার্ভ কোথায় ?
উত্তর : তেলাঙ্গানা
প্রশ্ন ২০ : মুল্লাপেরিয়ার বাঁধ ইস্যুতে কোন দুই রাজ্যের বিরোধ ?
উত্তর : তামিলনাড়ু ও কেরালা
Comments
Post a Comment