ভূগোলের 50 টি প্রশ্নোত্তর👉👉


1. Institute of Forest Genetics and Tree Breeding কোথায় অবস্থিত ?
উঃ)  কোয়েম্বাটুরে I 

2. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে কম ?
উঃ)  হরিয়ানা তে I 

3. ভারতের মাটির কত শতাংশ পলি মাটি ?
উঃ)  22.16% 

4. ভারতে মাথাপিছু কাগজের গড় ব্যবহার কত ?
উঃ)  5.5 কেজি i

5. ভারতের কৃষিভিত্তিক দ্বিতীয় বৃহত্তম শিল্প কি ?
উঃ)  চিনি শিল্প I 

6. ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের নাম কি ?
উঃ)  অন্ধ্রপ্রদেশের Outer Ring Road (158 km) I 

7. ইন্দিরাগাঁধী রাষ্ট্রীয় উড়ান একডেমী কোথায় অবস্থিত ?
উঃ)  উত্তর প্রদেশের ফুরসত গঞ্জে I 

8. ভারতে সীসার খনিটি কোথায় অবস্থিত ?
উঃ)  রাজস্থানের জওয়ার অঞ্চলে I 

9. কৃষ্ণা জল বন্টন সমস্যার সাথে কোন কোন রাজ্য সংশ্লিষ্ট ?
উঃ)  অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা I 

10. গঙ্গা নদীর পরিবাহী এলাকার মধ্যে পশ্চিমবঙ্গে কত শতাংশ অবস্থিত ?
উঃ)  8.3% I 

11. কোপেন ভারতকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেন ?
উঃ)  9 টি I 

12. খরাবর্ষ বলতে কি বোঝায় ?
উঃ)  যে বছর 40% এর বেশী খরা প্রবণ I 

13. ভারতের একটি হ্রদের নাম লিখ যা ভূকম্পীয় অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট I 
উঃ)  মহারাষ্ট্রের লোনার হ্রদ I 

14. কত সালে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হয় ?
উঃ)  1983 সালে I 

15. ভারতে কোন মাটির পরিমাণ সর্বাধিক ?
উঃ)  কৃষ্ণ মৃত্তিকা (29.69%) I 

16. মধ্যপ্রদেশে স্থানান্তর কৃষি কি কি নামে পরিচিত ?
উঃ)  বেওয়ার, পেণ্ডা , বীরা, ম্যাসন ইত্যাদি I 

17. কুফরি রেড কোন ফসলের প্রজাতি ?
উঃ)  আলুর 

18. Central Aridzone Research Institute কোথায় অবস্থিত ?
উঃ)  রাজস্থানের যোধপুরে I 

19. ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈল ক্ষেত্রের নাম কি ?
উঃ)  আঙ্কলেশ্বর I 

20. ভারতের প্রথম সীসা নিষ্কাশন কেন্দ্রটি কোথায় গড়ে ওঠে ?
উঃ)  ধনবাদের তেন্ডুতে I 

21. কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
উঃ)  নর্মদা I 

22. ভারতের গবেষণাগার "হিমাদ্রি" কোথায় অবস্থিত ?
উঃ)  আর্কটিক অঞ্চলে I 

23. পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রাওয়াতভাটা কোন রাজ্যে অবস্থিত ?
উঃ)  রাজস্থান I 

24. Central Water and Power Research Station কোথায় অবস্থিত ?
উঃ)  খাদাক ওয়ালসা তে I 

25. কোন দেশ ভারতের সাথে সর্বাধিক সীমারেখা দ্বারা সমন্ধিত ?
উঃ)  বাংলদেশ I 

26. ডানকান প্যাসেজ ভারতের কোথায় অবস্থিত ?
উঃ)  উত্তর ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে i

27. পিরপাঞ্জল পর্বতশ্রেণী হিমালয়ের কোন অংশের অন্তর্গত ?
উঃ)  লেসার হিমালয় I 

28. ভারতের কোন রাজ্যে পৃথিবীর বৃহত্তম স্বচ্ছ জলের দ্বীপ অবস্থিত ?
উঃ)  আসামে I 

29. ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণীর নাম কি ?
উঃ)  আরাবল্লীI 

30. গোবিন্দ বল্লভ পন্থ জলাধার কোন নদীর উপর অবস্থিত ?
উঃ)  রিহান্দ I 

#ischooleducation

31. ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকার নাম কি ?
উঃ)  গোদাবরী নদী অববাহিকা I 

32. Baglihar Hydropower Project কোন নদীর সাথে যুক্ত ?
উঃ)  চেনাব I 

33. ভারতের কোথায় এশিয়াটিক বুনো গাধা লক্ষ্য করা যায় ?
উঃ)  কচ্ছ রণ অঞ্চলে I 

34. ভারতের 2011 সালের আদমশুমারির স্লোগান কি ছিল ?
উঃ)  'Our Census,Our Future'.

35. স্বাধীন ভারতের আদমশুমারির প্রথম ভারতীয় রেজিস্টার জেনারেল ও সেন্সাস কমিশনার কে ছিলেন ?
উঃ)  আর.এ.গোপালস্বামী I 

36. 2011 সালের জনগণনায় কয়টি জেলা অন্তর্গত ছিল ?
উঃ)  640 টি I 

37. পূর্ব ভারতের কোন স্থানকে পঞ্চপাহাড়ের দেশ বলে ?
উঃ)  ত্রিপুরা কে I 

38. 'জোয়াল' গুহা কোথায় অবস্থিত ?
উঃ)  আসাম রাজ্যে, চেরাপুঞ্জির নিকট I 

39. পূর্বভারতের কাশ্মীর কাকে বলা হয় ?
উঃ)  ইম্ফল বেসিন কে I 

40. শিলিগুড়ি শহর কোন নদীদ্বয়ের তীরে অবস্থিত ?
উঃ)  মহানন্দা-বালসান I 

41. 1881 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার পরিমাণ কত ছিল ?
উঃ)  25.4 কোটি I 

42. ভারতের কোন রাজ্যে রাগী চাষ জনপ্রিয় ?
উঃ)  কর্ণাটকে I 

43. ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি ?
উঃ)  সারদা খাল I 

44. ভারতের প্রধান তৈলবীজ কি ?
উঃ)  চীনাবাদাম I 

45.ভারতের কোন বন্দর দিয়ে অধিক পরিমাণে চা রপ্তানী করা হয় ?
উঃ)  কলকাতা বন্দর I 

46. বাঘেলখণ্ড মালভূমির প্রধান নদী কি ?
উঃ)  রীহান্দ I 

47. কোন ভারতীয় জরীপবিদ এভারেস্টের উচ্চতা নির্ণয় করেন ?
উঃ)  রাধানাথ সিকদার (1831) I 

48. ধ্যাঙ্কার কি ?
উঃ)  উচ্চ গঙ্গা সমভূমির জলাভূমির ভেজা মাটি I 

49. ভারতের বৃহৎ সমভূমি অঞ্চলটি কোন ভৌগোলিক সময়ে গঠিত ?
উঃ)  প্লিসটোসিন উপযুগে I 

50. ভারতের দাক্ষিণাত্য অঞ্চলের লাভা সমভূমিতে কোন প্রজাতির গম চাষ করা হয় ?
উঃ)  ডুরাম গম II

#ischooleducation

Comments

Popular posts from this blog

কে_কোন_তত্ত্বের_প্রবক্তা

👉 বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর👈

UPSC Political Science Main Solve Paper