পাখি নিয়ে কিছু গুরুত্বপুর্ণ তথ্য



➡ ১। বিশ্বের সবচেয়ে বড় শিকারি পাখি কোনটি?
উঃ ক্যানডোর।

➡ ২। বিশ্বের সর্ববৃহৎ পাখি কোনটি?
উঃ উট পাখি।

➡ ৩। সবেচেয় দ্রুততম পাখি কোনটি?
উঃ সুইফট বার্ড।

➡ ৪। সবচেয়ে ছোট পাখি কোনটি?
উঃ হামিং বার্ড।

➡ ৫। কোন পাখি বেশিক্ষণ উড়তে পারে?
উঃ পায়রা।

➡ ৬। স্কেভেনজিং পাখি বলা হয় কাকে?
উঃ কাক ও শকুন।

➡ ৭। কোন পাখি পাথর ও লোহার টুকরা খায়?
উঃ অস্ট্রিচ পাখি।

➡ ৮। কোন পাখি পেছন দিকে উড়তে পারে?
উঃ হামিং বার্ড।

➡ ৯। যে পাখি বাসা তৈরি করে না?
উঃ কোকিল।

➡ ১০। কোন পাখি আকাশে ডিম পাড়ে এবং মাটিতে
পড়ার আগে উড়তে পারে?
উঃ হোমা পাখি।


আমাদের সঙ্গে যুক্ত  থাকতে নিচে দেওয়া লিংকটি ক্লিক করুন 👇👇👇
                   

https://www.facebook.com/groups/2152807251649841/

Comments

Popular posts from this blog

কে_কোন_তত্ত্বের_প্রবক্তা

👉 বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর👈

UPSC Political Science Main Solve Paper