Climatology (Part-1)--
Climatology (Part-1)--
----------------------------------------
প্রশ্ন 1.আবহাওয়া (Weather) বলতে কী বােঝাে?
উত্তর: আবহাওয়া বলতে কোনও নির্দিষ্ট স্থানের, নির্দিষ্ট সময়ের বায়ুমন্ডলের (উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ, মেঘপু্ঞ্জ প্রভৃতি) অবস্থাকে বােঝায়, আবহাওয়া সর্বদা পরিবর্তনশীল। আবহাওয়া প্রতিদিন, প্রতিঘন্টা এমনকি প্রতি মিনিটে পরিবর্তন বা হতে পারে।
প্রশ্ন 2. জলবায়ু (Climate) বলতে কী বােঝাে?
উত্তর: বিস্তীর্ণ অঞ্লব্যাপী আবহাওয়ার উপাদানগুলির দীর্ঘকালীন (কমপক্ষে 30-40 বছরের) গড় অবস্থাকে জলবায়ু বলে। জলবায়ুর সময়গত ও অঞ্লগত পরিবর্তন খুব ধীরে ঘটে।
ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন
প্রশ্ন 3. আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কী কী?
উত্তর: আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলাে হল[i] বায়ুর উয়নতা, (ii] বায়ুর চাপ, [il] বায়ুপ্রবাহ, [iv] বায়ুর গতিবেগ [v] মেঘপুঞ্জ, [vi] বায়ুর আর্দ্রতা, [vil] অধুক্ষেপণ, [vill] শিশির, কুয়াশা ও তুহিন। এই উপাদানগুলি বিভিন্নভাবে ক্রিয়াশীল হয়ে কোনও স্থানের বা অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু নির্ধারণ করে।
প্রশ্ন 4. আবহবিদ্যা (Meteorology) কাকে বলে?
উত্তর: বায়ুমন্ডলে সংঘটিত ভৌত ঘটনা ও ভৌত প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বিজ্ঞানের যে শাখায় করা হয়, তাকে আবহবিদ্যা বলে।
প্রশ্ন 5. আবহবিদ্যার প্রধান কাজ কী?
উত্তর: আবহবিদ্যার একটি প্রধান কাজ হল আবহাওয়ার পূর্বাভাস (Forecasting) দেওয়া, যথা-বর্তমান যুগে, বিশেষত বিমান পরিবহনে বিশেষ প্রয়ােজন এবং এজন্য প্রয়ােজনীয় সিনপৃটিক লেখচিত্র (Synoptic Chart) তৈরি করা।
ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন
প্রশ্ন 6 জলবায়ুবিদ্যার (Climatology) গুবুত্ব কী?
উত্তর: জলবায়ুবিদ্যার গুরুত্ব ভৌগােলিকগণের নিকট অপরিসীম। কারণ এটি পৃথিবীর বিভিন্ন অংশে বায়ুমন্ডলের বিভিন্ন ঘটনাবলীর বিস্তৃতি সম্বন্ধে একটি সুস্পষ্ট ধারণা দিতে সাহায্য করে। জলবায়ুবিদ্যা-বিশারদগণ (Climatologist)বিভিন্ন ভৌগােলিক পরিবেশ বা কাঠামােয় বিভিন্ন জলবায়ুর বিবরণই যে কেবল দিয়ে থাকেন তা নয়ে, উপরস্তু ওই বিশেষ জলবায়ুর ওই বিশেষ অবস্থানের কারণ সম্বন্ধেও ব্যাখ্যা দিয়ে থাকেন।
প্রশ্ন 7. অণুজলবায়ুবিদ্যার (Micro-climatology) কাজ কী?
উত্তর: অণুজলবায়ুবিদ্যার প্রকৃতি অথবা মনুষ্য-সৃষ্ট উদ্ভিদমন্ডলীর অন্তর্গত ক্ষুদ্রাকার অঞ্লের আবহাওয়ার বিভিন্ন বিষয় পরিবেশগত দিক থেকে বিচার করে পুখানুপুঞ্বরুপে পাঠ করা হয়।
প্রশ্ন ৪. পূর্বে ও সম্প্রতি আবহাওয়ার পূর্বাভাস কীভাবে দেওয়া হয়?
উত্তর: পূর্বে পৃথিবীর বিভিন্ন অঞ্লের অবস্থিত অফিসগুলিতে বায়ুমন্ডলের উপাদানগুলির বৈচিত্র্য প্রত্যহ লিপিবদ্ধ করা হত এবং তার সাহায্যে একটি সিনপটিক লেখচিত্র (Synoptic Chart) তৈরি করা হয়। এই সিনপৃটিক লেখচিত্রের সাহায্যেই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভবপর হয়।সম্প্রতি বহু দেশ (ভারত, জাপান, আমেরিকা, রাশিয়া) মহাকাশে আবহাওয়া উপগ্রহ (Weather Satellite)উৎক্ষিপ্ত করে তার সাহায্যে রাডার (RADAR) যন্ত্রের মাধ্যমে প্রায় নির্ভুলভাবে আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে।
ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন
প্রশ্ন 9. আবহাওয়া মানচিত্র (Weather Maps) কাকে বলে?
উত্তর: যে মানচিত্রের মাধ্যমে আবহাওয়া সক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন বায়ুচাপের পরিবর্তন, বায়ুপ্রবাহের গতিপথ,বৃষ্টিপাত, আকাশে মেঘের অবস্থা ইত্যাদি সম্পর্কে জানা যায় এবং আগামীদিনের আবহাওয়ার ভবিষ্যৎবাণী করা সম্ভব হয়, তাকে আবহাওয়া মানচিত্র বলে।
প্রশ্ন 10.আবহাওয়া চিত্র (Weather Chart/Synoptic Chart) কাকে বলে?
উত্তর: কোনও স্থানের কৃত্রিম উপগ্রহ থেকে নেওয়া আলােকচিত্র কিংবা মানচিত্রে আবহাওয়া সংক্রান্ত বিশদ তথ্য সন্নিবেশ করলে সেই চিত্র বা মানচিত্রকে আবহাওয়া চিত্র বলে।
ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন
Comments
Post a Comment