ভারতীয় জলবায়ু প্রযুক্তি দেশর জিডিপি'তে ১.৩৪ লাখ কোটি টাকা যোগ করেছে
:-
আবহাওয়া(weather), সুনামি(tsunamis) এবং ঘূর্ণিঝড়(cyclones)'এর পূর্বাভাস(forecast) করার, ভারতীয় বিজ্ঞানীদের দ্বারা বিকশিত সিস্টেম(Systems), দেশের মোট ডোমেস্টিক উত্পাদন(Gross Domestic Product বা GDP)'এ প্রায় ১,৩৪,০০০ কোটি টাকা যোগ করেছে ।
সুনামি(tsunamis) এবং ঘূর্ণিঝড়(cyclones) সতর্কীকরণ সিস্টেম(warning systems) সহ ভারতীয় বিজ্ঞানীদের দ্বারা দেশীয়ভাবে তৈরি প্রযুক্তি(indigenously developed technology) থেকে প্রায় ২৪শ টি দেশ লাভান্বিত হয় । ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ দ্বারা এই ধরনের তথ্য(information) যোগাড় করা(gathering), বিশ্লেষণ(analysis) করা এবং সবচেয়ে আধুনিক যোগাযোগ মাধ্যম(most modern communication tools) ব্যবহার করে সেই তথ্যকে প্রেরণ(transmit) করা থেকে জিডিপি(GDP)'তে প্রায় ১,০০,০০০ কোটি টাকা লাভ হয় ।
আর, এই ধরনের তথ্য জেলে(fishermen)'দের দিয়ে দেশের জিডিপি(GDP)'তে অতিরিক্ত ৩৪,০০০ কোটি টাকা লাভ হয় ।
Comments
Post a Comment