ভারতের আঞ্চলিক নৃত্যসমূহ👉👉


_(আসুন একনজরে দেখা যাক ভারতের প্রধান প্রধান আঞ্চলিক নৃত্য)_
(১) বাগুরুম্বাঃ- আসাম রাজ্যের নৃত্য।
(২) বিহুঃ- আসাম রাজ্যের নৃত্য।
(৩) ভাংড়াঃ- পাঞ্জাব রাজ্যের নৃত্য।
(৪) ভারতনাট্যমঃ- তামিলনাড়ু রাজ্যের নৃত্য।
(৫) ডান্ডিয়াঃ- গুজরাট রাজ্যের নৃত্য।
(৬) গর্বাঃ- গুজরাট রাজ্যের নৃত্য।
(৭) ঘুমরঃ- রাজস্থান রাজ্যের নৃত্য।
(৮) ঝুমুরঃ- পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ছত্তিশগড়, আসাম ও ওড়িশা রাজ্যের নৃত্য।
(৯) কথাকলিঃ- কেরালা রাজ্যের নৃত্য।
(১০) মোহিনীনাট্যমঃ- কেরালা রাজ্যের নৃত্য।
(১১) কুচিপুড়িঃ- অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য।
(১২) কোলিঃ- মহারাষ্ট্র রাজ্যের নৃত্য।
(১৩) লবনিঃ- মহারাষ্ট্র রাজ্যের নৃত্য।
(১৪) ওড়িশিঃ- ওড়িশা রাজ্যের নৃত্য।
(১৫) পন্থিঃ- ছত্তিশগড় রাজ্যের নৃত্য।
(১৬) কত্থকঃ- উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্য।
(১৭) যক্ষগণঃ- কর্ণাটক রাজ্যের নৃত্য।
(১৮) ভামাকল্পমঃ- অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য।
(১৯) ফাগঃ- হরিয়াণা রাজ্যের নৃত্য।
(২০) মাটকিঃ- মধ্যপ্রদেশ রাজ্যের নৃত্য।
(২১) হোজাগিরিঃ- ত্রিপুরা রাজ্যের নৃত্য।
(২২) বুইয়াঃ- অরুণাচল প্রদেশ রাজ্যের নৃত্য।
(২৩) গম্ভীরাঃ- পশ্চিমবঙ্গ রাজ্যের নৃত্য।
(২৪) সুগ্গিঃ- কর্ণাটক রাজ্যের নৃত্য।
(২৫) সরহুলঃ- ঝাড়খন্ড রাজ্যের নৃত্য।
(২৬) নুপাঃ- মণিপুর রাজ্যের নৃত্য।
(২৭) লাহোঃ- মেঘালয় রাজ্যের নৃত্য।
(২৮) চেরাউঃ- মিজোরাম রাজ্যের নৃত্য।
(২৯) রংমাঃ- নাগাল্যান্ড রাজ্যের নৃত্য।
(৩০) রউফঃ- জম্মু ও কাশ্মীর রাজ্যের নৃত্য।

"ISCHOOL EDUCATION" -এর ফেসবুক পেজ এ যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন|

fb.me/ISCHOOLEDUCATION1

আমাদের সঙ্গে যুক্ত  থাকতে নিচে দেওয়া লিংকটি ক্লিক করুন 👇👇👇
                  

https://www.facebook.com/groups/2152807251649841/

চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের "YOUTUBE" -এর ফ্রি ক্লাসগুলোর জন্য "ISCHOOLEDUCATION" চ্যানেল টি সাবস্ক্রাইব করুন 👇👇👇

www.youtube.com/ischooleducation

Comments

Popular posts from this blog

কে_কোন_তত্ত্বের_প্রবক্তা

👉 বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর👈

UPSC Political Science Main Solve Paper