কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 👉👉



1.কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গায় উষ্ণতা অপেক্ষাকৃত কম?

Ans. কলকাতা অপেক্ষা দাৰ্জিলিংয়ের উষ্ণতা কম।

2. বায়ুমণ্ডলের প্রধান উপাদান কী কী?

Ans. অক্সিজেন ও নাইট্রোজেন।

3. বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে?

Ans. স্ট্রাটোস্ফিয়ারকে।

4.  ওজনস্ফিয়ারের প্রধান কাজ কী?

Ans. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা।

5. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

Ans. আয়নোস্ফিয়ার স্তর থেকে।

6.  গোবর গ্যাস বা বায়োগ্যাসের উপাদান কী?

Ans. মিথেন (60%) এবং কার্বন ডাই অক্সাইড (40%)।

7. সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে?

Ans. বিকিরণ পদ্ধতিতে।

8. কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গাতে বায়ুর চাপ কম হয়?

Ans. দার্জিলিংয়ে।

 

9. সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়?

Ans. দিনের বেলায়।

10. ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়?

Ans. মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি আবহাওয়াগত বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে ক্ষুদ্ধমণ্ডল বলা হয়।

11. বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাস হ্রাস করার একটি উপায় উল্লেখ করো।

Ans. বনভূমি সংরক্ষণ ও নতুন বনভূমি সৃষ্টি।

12. স্থলবায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়?

Ans. স্থলভাগ থেকে সমুদ্রের দিকে।

13. নাইট্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যা ওজোন স্তর ধ্বংসে সহায়তা করে?

Ans. নাইট্রোজেন ডাইঅক্সাইড।

14. ক্লোরোফ্লুরোকার্বনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো।

Ans. জৈব দ্রাবকরূপে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে ব্যবহার করা হয়।

15. ওজোন স্তরের প্রধান ভূমিকা কী?

Ans. সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করা।

16. একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।

Ans. কার্বন ডাই অক্সাইড।

17. প্রাকৃতিক গ্যাসের উপাদান কী?

Ans. মিথেন (প্রধান), ইথেন ও প্রোপেন।

18. কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি?

Ans. পেট্রোল।

19.জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন হয় এমন দুটি বায়ু দূষক গ্যাসের নাম

Ans. কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড।

20. সৌরকোশ কী কাজে ব্যবহৃত হয়?

Ans. সূর্যের আলোকশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহার করা হয়।

21. সোলার হিটারের একটি ব্যবহার উল্লেখ করো।

Ans. জল গরম করতে সোলার হিটার ব্যবহার করা হয় ।

22. দুটি অপুনর্ভব শক্তি উৎসের নাম লেখো।

Ans. সৌরশক্তি, বায়ুশক্তি।

23. LPG-এর পুরো কথাটি কী?

Ans. লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (Liquified Petroleum Gas)।

24. CFC-এর পুরো কথাটি কী?

Ans. ক্লোরোফ্লুরো কার্বন।

Comments

Popular posts from this blog

কে_কোন_তত্ত্বের_প্রবক্তা

👉 বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর👈

UPSC Political Science Main Solve Paper