Posts

Showing posts from July, 2020

ভারতের আঞ্চলিক নৃত্যসমূহ👉👉

_(আসুন একনজরে দেখা যাক ভারতের প্রধান প্রধান আঞ্চলিক নৃত্য)_ (১) বাগুরুম্বাঃ- আসাম রাজ্যের নৃত্য। (২) বিহুঃ- আসাম রাজ্যের নৃত্য। (৩) ভাংড়াঃ- পাঞ্জাব রাজ্যের নৃত্য। (৪) ভারতনাট্যমঃ- তামিলনাড়ু রাজ্যের নৃত্য। (৫) ডান্ডিয়াঃ- গুজরাট রাজ্যের নৃত্য। (৬) গর্বাঃ- গুজরাট রাজ্যের নৃত্য। (৭) ঘুমরঃ- রাজস্থান রাজ্যের নৃত্য। (৮) ঝুমুরঃ- পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ছত্তিশগড়, আসাম ও ওড়িশা রাজ্যের নৃত্য। (৯) কথাকলিঃ- কেরালা রাজ্যের নৃত্য। (১০) মোহিনীনাট্যমঃ- কেরালা রাজ্যের নৃত্য। (১১) কুচিপুড়িঃ- অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। (১২) কোলিঃ- মহারাষ্ট্র রাজ্যের নৃত্য। (১৩) লবনিঃ- মহারাষ্ট্র রাজ্যের নৃত্য। (১৪) ওড়িশিঃ- ওড়িশা রাজ্যের নৃত্য। (১৫) পন্থিঃ- ছত্তিশগড় রাজ্যের নৃত্য। (১৬) কত্থকঃ- উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্য। (১৭) যক্ষগণঃ- কর্ণাটক রাজ্যের নৃত্য। (১৮) ভামাকল্পমঃ- অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। (১৯) ফাগঃ- হরিয়াণা রাজ্যের নৃত্য। (২০) মাটকিঃ- মধ্যপ্রদেশ রাজ্যের নৃত্য। (২১) হোজাগিরিঃ- ত্রিপুরা রাজ্যের নৃত্য। (২২) বুইয়াঃ- অরুণাচল প্রদেশ রাজ্যের নৃত্য। (২৩) গম্ভীরাঃ- পশ্চিমবঙ্গ রাজ্যের নৃত্য। (২৪) ...

Important International Boundaries/Lines👉👉

(1)The 17th Parallel 🔗 It is the Line Between North & South Vietnam (2)The 38th parallel 🔗 It is the Line Between North & South Korea (Before the Korean war) (3)The 49th Parallel (also The Medicine Line) 🔗 It is the Boundary Between Canada & the USA (4)The 24th Parallel 🔗 It is the Line that Pakistan claims for the demarcation purpose, but India does not accept it (5)The Siegfried Line 🔗 It is the Boundary Between France and Germany (6) The Maginot Line 🔗 It is France’s Defensive Line #ischooleducation  (7) The Hindenburg Line 🔗 It was the Line that described Germany’s position during the World War I (8) The Oder–Neisse line 🔗 It is the Boundary Between Germany & Poland (9) The Radcliffe Line 🔗 It is the Boundary Between India & Pakistan (10)The McMahon Line 🔗 It is the Boundary Between India & China (However, originally signed between Britain & Tibet) (11) The Mannerheim Line 🔗 It was a defensive line drawn on the Karelian Isthmus by Finland ...

ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্ন ও উত্তর👉👉

1. পরমানুর নিউক্লিয় তত্ত্বের প্রবক্তা ? উত্তর: রাদার ফোর্ড। 2. পরম তাপমাত্রা স্কেলের আবিষ্কারক– উত্তর: কেলভিন। 3. ‘আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই’ -একথা বলেন- উত্তর:আল হাজেম।  4. সবচেয়ে স্থায়ী শক্তিশালি চুম্বক কোনটি? উত্তর: নিকেল। 5.ব্যাটারিতে কোন এসিড থাকে না ? উত্তর: সালফিউরিক এসিড। 6. বেতার যোগাযোগ উদ্ভাবন করেন কে? উত্তর: মার্কনী্য 7. মাদাম কুরী রসায়নে পুরষ্কার পান কত সালে? উত্তর: ১৯০৩ 8. চুম্বকের আকর্ষন কোথায় কম? উত্তর: মাঝখানে। 9. কে প্রমান করেন যে ‘পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র’? উত্তর: গিলবার্ট। 10.সাবানের রাসায়নিক নাম কি? ​উত্তর: সোডিয়াম স্টিয়ারেট। 11. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি? ​উত্তর: সোডিয়াম মনোগ্লুটামেট। 12. পেট্রোলের অপর নাম কি? ​উত্তর: গ্যাসোলিন। 13. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি? ​উত্তর: সোডিয়াম মনোগ্লুটামেট। 14. লাফিং গ্যাস কি? ​উত্তর: নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি হাস্য উদ্দীপক। 15.  পেট্রোলের অপর নাম কি? ​উত্তর: গ্যাসোলিন। 16. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত? ​উত্তর: ০.১৫-১.৫% 17. বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কতটি? ​উত্তর: ১১৮টি...

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 👉👉

1.কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গায় উষ্ণতা অপেক্ষাকৃত কম? Ans. কলকাতা অপেক্ষা দাৰ্জিলিংয়ের উষ্ণতা কম। 2. বায়ুমণ্ডলের প্রধান উপাদান কী কী? Ans. অক্সিজেন ও নাইট্রোজেন। 3. বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? Ans. স্ট্রাটোস্ফিয়ারকে। 4.  ওজনস্ফিয়ারের প্রধান কাজ কী? Ans. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা। 5. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? Ans. আয়নোস্ফিয়ার স্তর থেকে। 6.  গোবর গ্যাস বা বায়োগ্যাসের উপাদান কী? Ans. মিথেন (60%) এবং কার্বন ডাই অক্সাইড (40%)। 7. সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? Ans. বিকিরণ পদ্ধতিতে। 8. কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গাতে বায়ুর চাপ কম হয়? Ans. দার্জিলিংয়ে।   9. সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়? Ans. দিনের বেলায়। 10. ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়? Ans. মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি আবহাওয়াগত বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে ক্ষুদ্ধমণ্ডল বলা হয়। 11. বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাস হ্রাস করার একটি উপায় উল্লেখ করো। Ans. বনভূমি সংরক্ষণ ও নতুন বনভূমি সৃষ্টি। 12. স্থলবায়ু কোন দিক থেকে কোন দিকে প...

🕠 ঘড়ির কাটা ও মিনিটের কাটারমধ্যেবর্তী কোণ নির্ণয়ের সহজ কৌশল--

_____________ ✏টেকনিকঃ (11 × M - 60 × H) ÷ 2 . ● এখানে, M= প্রশ্নে উল্লেখিত নির্ধারিত মিনিট। H= প্রশ্নে উল্লেখিত নির্ধারিত ঘন্টা 🍁কোন কোণের মান ১৮০° এর উপরে হলে তা ৩৬০° হতে বিয়োগ করলে নির্ণেয় কোণের মান পাওয়া যাবে। ● ঘড়ির ২টি ঘন্টার দাগের মধ্যেবর্তী কোন=৩০° ●ঘড়ির কেন্দ্রে উৎপন্ন কোন=৬০° . ✏উদাহরন 1:--- ২ টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটায় কত ডিগ্রি কোন উৎপন্ন করে? ✔সমাধানঃ মধ্যেবর্তী কোন= (11 × M - 60 × H) ÷ 2 =(11 × 15 - 6 × 2)÷2 =(165 - 120)÷2 =45÷2 =22.5° (ডিগ্রি) (Ans) ' ✏উদাহরণ 2 :--- ঘড়িতে যখন 4 টা 30 মিনিট বাজবে। তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করে? ' ✔সমাধান:-- আমরা জানি প্রদত্ত কোণ:--- (11 × M - 60 × H) ÷ 2 . ' . ( 11 × 30 - 60 × 4 ) ÷ 2 = 90 ÷ 2 = 45° (Ans) #ISCHOOLEDUCATION

গড় নির্ণয় করার একদম সহজ নিয়ম।👉👉

* #1 + 2 + 3 + .............. +99 = কত?? যুক্তি:-  (1ম পদ+শেষ পদ) × পদ সংখ্যা যোগফল = --------------------------------------- 2 (1 + 99) × 99 = -------------------------- 2 = 4950 Ans..... #1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? যুক্তি;:- ক্রমিক সংখ্যার গড় নির্ণয়ের সূত্র:- 1ম পদ + শেষ পদ গড় = -------------------------- 2 1 + 49 =50 --------------------       2 = 25 ans..... #একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত?? যুক্তি :- বড় ছোট বললে, প্রশ্নে যদি ছোট সংখ্যা কে বড় বলে এবং বড় সংখ্যাকে ছোট বলে তাহলে নিম্নোক্ত সূত্রে করতে হবে। আর বিপরীত ভাবে চাইলে সূত্রটাও বিপরীত বসিয়ে করতে হবে।,,,, #সমাধান:- বড় + ছোট সংখ্যা সংখ্যাটি = -------------------------- 2 820 + 650 =1470 = ----------------            2 735 ans... #10 টি সংখ্যার গড় 64 এবং এদের প্রথম 9 টির যোগফল 590 হলে অবশিষ্ট সংখ্যা কত ?? যুক্তি:- এই ধরনের অংক গুলোর কথা অলওযেজ একই হয় (যোগফল,বিয়োগফল) জাস্ট ফিগার চেঞ্জ হয়। #সমাধান:- 10 টি সংখ্যার সমষ্টি = 64×10= 640 ...

👉শিলা👈

1. শিলা কাকে বলে?  উঃ ভূ-ত্বক যেসব উপাদানে গঠিত সেগুলিকে সাধারণভাবে শিলা বলে।  2. উৎপত্তি অনুসারে শিলাকে কয়টি ভাগে ভাগ করা যায়? কী কী?  উঃ তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা- আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা।  3. ভূত্বকের কটি স্তর কী কী?  উঃ দুটি স্তর। সিয়াল ও সিমা।  4. কোন শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়?  উঃ আগ্নেয় শিলা।  5. আগ্নেয় শিলা কাকে বলে?  উঃ ভূত্বকে উত্তপ্ত আগ্নেয় পদার্থ জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয়েছে তাকে আগ্নেয় শিলা বলে। যেমন- গ্রানাইট, ব্যাসল্ট।  6. কোন শিলাকে অস্তরীভূত শিলা বলা হয় এবং কেন?  উঃ আগ্নেয় শিলাকে। আগ্নেয় শিলার মধ্যে কোনো স্তরভাগ বা স্তরবিন্যাস থাকে না বলে একে অস্তরীভূত শিলা বলে।  7. আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।  উঃ ১। আগ্নেয় শিলার উপাদানগুলি পরস্পরের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে।  ২। বিশৃঙ্খলভাবে বিভিন্ন আকৃতি ও আয়তনের কেলাস নিয়ে এই শিলা গঠিত হয়।  ৩। এই শিলা খুব কঠিন, ভারী হয় এবং সহজে এর ক্ষয় হয় না।  ৪। অনেক সময় স্বচ্ছ বা স্ফটিকাকার হয়।  ৫। এই শিলার স্তর...