ইতিহাসের 35টি প্রশ্ন উত্তর👉👉
1. ভারতীয় উপমহাদেশে মানুষের বসবাস শুরু হয় আনুমানিক কত বছর আগে ?
উত্তর :- খ্রিস্টপূর্ব 5 লক্ষ বছর আগে
2. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন?
উত্তর :- ফ্রঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো
3. সিন্ধু বা মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক কে?
উত্তর :- রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
4. বৈদিক যুগে প্রচলিত দুটি স্বর্ণ মুদ্রার নাম কি ?
উত্তর :- নিষ্ক ও মনা।
5. বুদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি?
উত্তর :- ত্রিপিটক।
6. বুদ্ধচরিত, সূত্রলঙ্কার এর রচয়িতা কে ?
উত্তর :- অশ্বঘোষ।
7. দানসাগর ও অদ্ভুতসাগর রচনা করেন কে ?
উত্তর :- বল্লাল সেন।
8."প্রিন্স অফ বিল্ডার্স"- নামে কে পরিচিত ?
উত্তর :- শাহজাহান।
চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের "YOUTUBE" -এর ফ্রি ক্লাসগুলোর জন্য "ISCHOOLEDUCATION" চ্যানেল টি সাবস্ক্রাইব করুন 👇👇👇
www.youtube.com/ischooleducation
9. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়?
উত্তর :- আমির খসরু কে
10. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :- খিজির খাঁ
11. চৌসারের যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর :-1539 সালে।
12. ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার হয় কোন যুদ্ধে ?
উত্তর :- প্রথম পানিপথের যুদ্ধ।
13. গদর শব্দের অর্থ কি ?
উত্তর :-বিপ্লব বা বিদ্রোহ।
14. সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর :- 1556-1563 ফরাসী ও ইংরেজদের মধ্যে।
15. পুনা চুক্তি কাদের মধ্যে হয় ?
উত্তর :- মহাত্মা গান্ধী ও আম্বেদকর এর মধ্যে।
16. হান্টার কমিশন কেন গঠিত হয়?
উত্তর :- জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের তদন্তের জন্য।
17. "অমৃতবাজার"- পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর :- শিশির কুমার ঘোষ।
18. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতী।
19. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তর :- অ্যানি বেসান্ত
চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের "YOUTUBE" -এর ফ্রি ক্লাসগুলোর জন্য "ISCHOOLEDUCATION" চ্যানেল টি সাবস্ক্রাইব করুন 👇👇👇
www.youtube.com/ischooleducation
20. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তর :- সরোজিনী নাইডু
21. স্যান্ডার্সকে কে হত্যা করেন ?
উত্তর :- ভগৎ সিং ও রাজগুরু
22. বুড়িবালামের যুদ্ধে কে নেতৃত্ব দেন ?
উত্তর -যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
23. কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল ?
উত্তর :- 1948 সালে।
24. কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?
উত্তর :- জয়নুল আবেদিনকে।
25. জাতির জনকের রাজনৈতিক পরামর্শদাতা কে ছিলেন ?
উত্তর :- গোপালকৃষ্ণ গোখলে
26. কত সালে মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্রের দাবি করে ?
উত্তর :-1940 সালে।
27. খালসা প্রথার প্রবর্তন কে করেছিলেন ?
উত্তর :- গুরু গোবিন্দ সিং।
আমাদের সঙ্গে যুক্ত থাকতে নিচে দেওয়া লিংকটি ক্লিক করুন 👇👇👇
https://www.facebook.com/groups/2152807251649841/
28. গান্ধীজি পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ?
উত্তর :- চম্পারন সত্যাগ্রহ
29. প্রত্যক্ষ সংগ্রামের ডাক কে দিয়েছিলেন ?
উত্তর :- মোহাম্মদ আলী জিন্নাহ।
30. বাংলার আকবর নামে কে পরিচিত ?
উত্তর :- হোসেন সাহ।
31. কোন মোগল সম্রাট ঝারোখা দর্শন প্রথা বন্ধ করেন?
উত্তর :- ওরঙ্গজেব।
32. আলহিলাল পত্রিকার প্রকাশক কে ছিলেন ?
উত্তর :- মৌলানা আবুল কালাম আজাদ।
33. জাবতি প্রথা কে বন্ধ করেন ?
উত্তর :- সম্রাট আকবর।
34. নিম্নলিখিত কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের দক্ষতা ক্ষমতা অর্জন করেস ?
উত্তর :- চার্টার অ্যাক্ট (1833)।
35. কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হীরে লুণ্ঠন করেন ?
উত্তর :- নাদির শাহ।
আমাদের সঙ্গে যুক্ত থাকতে নিচে দেওয়া লিংকটি ক্লিক করুন 👇👇👇
https://www.facebook.com/groups/2152807251649841/
Comments
Post a Comment