হর্যঙ্ক বংশ ---


১) ভারতের সবথেকে প্রাচীন রাজবংশের নাম কী?- হর্যঙ্ক বংশ
২) মগধে সাম্রাজ্যের সূচনা করেন কে? - হর্যঙ্ক বংশীয় রাজা বিম্বিসার
ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন
৩) হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? - রাজা বিম্বিসার
৪) ভারতের পিতৃহন্তা রাজবংশ নামে কোনটি পরিচিত?- হর্যঙ্ক বংশ। কারন এই বংশের প্রায় সকল রাজাই পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন।
৫) বিম্বিসার কোন কোন জেলা নিয়ে মগধ সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? - দক্ষিণ বিহারের পাটনা ও গয়া
৬) বিম্বিসারের পিতার নাম কি? - ভট্টিয় বা মহাপদুম বা মহাপদ্ম
৭) বিম্বিসারের মাতার নাম কি? - বিম্ব
৮) বিম্বিসার কত বছর বয়সে রাজপদে অভিষিক্ত হন? - বৌদ্ধগ্রন্থ মহাবংশ থেকে জানা যায় যে বিম্বিসার ১৫ বছর বয়সে রাজপদে অভিষিক্ত হন।
ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন
৯) মগধের রাজধানী কোথায় ছিল? - গিরিব্রজ বা রাজগৃহ (বর্তমান নাম রাজগীর)। ইহা পাঁচটি পাহাড় দ্বার বেষ্টিত ছিল এবং প্রবেশদ্বারগুলি পাথর দিয়ে বন্ধ থাকত।
১০) কোন শাসক অঙ্গ মহাজনপদ জয় করে মগধের সাথে একীভূত করেন?- বিম্বিসার
১১) কাকে পরাজিত করে অঙ্গজয় করেন?- ব্রম্ভদত্তকে
১২) হর্ষঙ্ক বংশে কোন বন্দরের মাধ্যমে ব্যবসা-বানিজ্য চলত- অঙ্গরাজ্যের অর্ন্তগত চম্পা নামক বন্দরের মাধ্যমে।
১৩) বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন? - হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসার ছিলেন বুদ্ধের সমসাময়িক।
ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন
১৪) বিম্বিসারের উপাধি কী ছিল? - শ্রেনিক
১৫) প্রাচীন গ্রন্থগুলিতে বিম্বিসারকে কি নামে উল্লেখ করা হয়েছে?- সেনিয়
১৬) মহাবীরের সাথে কোন বংশের সম্পর্ক ছিল? - হর্যঙ্ক বংশ ( বিম্বিসার। বিম্বিসারের দ্বিতীয় পত্নী ছিলেন বৈশালীর লিচ্ছবি প্রধান চেতকের কন্যা, এবং মহাবীরের মাতা ছিলেন লিচ্ছবি প্রধান চেতকের ভগিনী। এব্যাপারে বিস্তারিত আলোচনা "জৈনধর্ম ও মহাবীর" নামক পর্বে করেছি)
১৭) বিম্বিসার কীভাবে কাশী দখল করেন? - বিম্বিসার কোশলরাজ মহাকোশলের কন্যা কোশলদেবীকে বিবাহ করলে বিবাহের যৌতুক হিসাবে কাশীর অধিকার লাভ করেন। তার চার মহিষীর মধ্যে কোশলদেবী ছিলেন প্রধান রাজমহিষী)
১৮) বিম্বিসারের রাজ্যবিস্তার নীতি কি ছিল?- বৈবাহিক সম্পর্ক ও যুদ্ধনীতি। তবে তিনি বৈবাহিক সম্পর্কের উপর বেশী জোর দিতেন।
১৯) বিম্বিসারের রাজ -বৈদ্যের নাম কী? - জীবক
২০) বিম্বিসার রাজ-বৈদ্য জীবককে কেন অবন্তীনগর পাঠিয়েছিলেন? - অবন্তীরাজ চন্দ্র প্রদ্যোতের চিকিৎসার জন্য।
ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন
২১) বিম্বিসার কোন ধর্ম গ্রহন করেছিলেন? - তিনি গৌতম বুদ্ধের কাছে শিষ্যত্ব গ্রহণ করে বৌদ্ধধর্ম গ্রহণ করেন এবং রাজ-বৈদ্য জীবককে গৌতম বুদ্ধের চিকিৎসার জন্য নিয়োগ করেছিলেন।
২২) হর্যঙ্ক আমলে প্রচলিত মুদ্রার নাম কী? - কার্যপন (রূপা এবং তামার তৈরী ছিল)
২৩) বিম্বিসারকে কে হত্যা করেন? - তাঁর পুত্র অজাতশত্রু
২৪) অজাতশত্রুর মাতার নাম কী? - বিম্বিসারের দ্বিতীয় মহিষী ও বৈশালীর লিচ্ছবিপ্রধান চেতকের কন্যা "চেলেন্না" ছিলেন অজাতশত্রুর মাতা।
২৫) অজাতশত্রুকে পিতৃহত্যার কুপরামর্শ কে দেন? - গৌতম বুদ্ধের বৈমাত্রেয় ভাই দেবদত্ত। কারন তিনি গৌতমবুদ্ধকে সহ্য করতে পারতেন না আর বিম্বিসার গৌতমবুদ্ধকে গুরুদেব হিসাবে স্বীকার করেছিলেন।
ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন

Comments

Popular posts from this blog

কে_কোন_তত্ত্বের_প্রবক্তা

👉 বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর👈

UPSC Political Science Main Solve Paper