সাতবাহন বংশ----
সাতবাহন বংশ-
১) সাতবাহন সাম্রাজ্য কোথায় গড়ে ওঠে?- গোদাবরী নদীর তীরে
২) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? - সিমুক বা শ্রীমুক
৩) সাতবাহন বংশের রাজধানীর নাম কী?- প্রতিষ্ঠান (বর্তমানে পৈঠান)
ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন
৪) পুরানে কোন রাজবংশকে অন্ধ্রভৃত্য বলা হয়েছে?- সাতবাহন রাজবংশ কে
৫) সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতির নাম কী?- গৌতমীপুত্র সাতকর্নী
৬) কোন গ্রন্থকে সাতবাহন যুগের অর্থশাস্ত্র বলা হয়?- বৃহৎকথা
৭) বৃহৎকথার লেখক কে?- গুনাঢ্য
৮) গৌতমীপুত্র সাতকর্নীর উপাধিগুলি কী কী?- শক যবন পল্লব নিসূদন, তৃতীয় সমুদ্রাপতি, শক যবন পল্লব উচ্ছেত্তা, এক ব্রাম্ভন এবং ক্ষত্রিয় দর্প মান মর্দন।
৯) অপ্রতিহত উপাধি কার ছিল?- প্রতম সাতকর্নী
১০) সিমুক কাকে পরাজিত করে সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেন?- কান্বরাজ সুশর্মন বা সুদর্শন
১১) নাসিক প্রশস্তি কার সাথে সম্পর্কিত? - গৌতমীপুত্র সাতকর্নী
ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন
১২) নাসিক প্রশস্তি কে খোদাই করেন? - গৌতমী বালাশ্রী
১৩) নানাঘাট লিপি কার সাথে সম্পর্কিত? - প্রথম সাতকর্নী
১৪) নানাঘাট লিপি কে খোদাই করেন?
- প্রথম সাতকর্নীর পত্নী নয়নিকা
১৫) নাসিকে বেনাকটক নামক নতুন রাজ্য কে স্থাপন করেন?- গৌতমীপুত্র সাতকর্নী
১৬) সাতবাহন রাজাদের মধ্যে কে প্রথম অশ্বমেধ যজ্ঞ করেন?- প্রথম সাতকর্নী
ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন
১৭) সাতবাহন বংশে প্রচলিত মুদ্রার নাম কী? - পোটিন ( ইহা সীসা দিয়ে তৈরী ছিল)
১৮) সাতবাহন সাম্রাজ্যের সরকারী ভাষা কী ছিল?- প্রাকৃত
১৯) সাতবাহন সাম্রাজ্যের বন্দরগুলি কি কি ছিল?- সোপারা, কল্যান, লিমারিক
২০) কোন সাতবাহন রাজা নৌশক্তি গঠন করেন?- যজ্ঞশ্রী সাতকর্নী
ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন
Comments
Post a Comment