ইতিহাসের 35টি প্রশ্ন উত্তর👉👉
1. ভারতীয় উপমহাদেশে মানুষের বসবাস শুরু হয় আনুমানিক কত বছর আগে ? উত্তর :- খ্রিস্টপূর্ব 5 লক্ষ বছর আগে 2. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর :- ফ্রঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো 3. সিন্ধু বা মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক কে? উত্তর :- রাখালদাস বন্দ্যোপাধ্যায়। 4. বৈদিক যুগে প্রচলিত দুটি স্বর্ণ মুদ্রার নাম কি ? উত্তর :- নিষ্ক ও মনা। 5. বুদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর :- ত্রিপিটক। 6. বুদ্ধচরিত, সূত্রলঙ্কার এর রচয়িতা কে ? উত্তর :- অশ্বঘোষ। 7. দানসাগর ও অদ্ভুতসাগর রচনা করেন কে ? উত্তর :- বল্লাল সেন। 8."প্রিন্স অফ বিল্ডার্স"- নামে কে পরিচিত ? উত্তর :- শাহজাহান। চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের "YOUTUBE" -এর ফ্রি ক্লাসগুলোর জন্য "ISCHOOLEDUCATION" চ্যানেল টি সাবস্ক্রাইব করুন 👇👇👇 www.youtube.com/ischooleducation 9. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়? উত্তর :- আমির খসরু কে 10. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ? উত্তর :- খিজির খাঁ 11. চৌসারের যুদ্ধ কবে হয়েছিল ? উত্তর :-1539 সালে। 12. ভারতের মাটিতে প্রথম কামান...