1. পৃথিবীর বায়ুমন্ডলের উর্দ্ধসীমা কত? উঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিমি। 2. পৃথিবীর বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমান সর্বাধিক? উঃ নাইট্রোজেন (৭৮.০৮%) 3. পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের গড় পরিমান কত? উঃ ২০.৯৪% 4. পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের গড় পরিমান কত? উঃ ০.০৩% 5. পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিস্ক্রিয় গ্যাসের পরিমান সর্বাধিক? উঃ আর্গন (০.৯৩%) 6. পৃথিবীর বায়ুমন্ডলে ওজোন গ্যাসের গড় পরিমান কত? উঃ ০.০০০০৬% 7.এরোসোল কি? উঃ পৃথিবীর বায়ুমন্ডলে জলীয় বাষ্প এবং অতি সূক্ষ ধূলিকণা, লবণ কণা প্রভৃতি জৈব ও অজৈব কণাগুলিকে একত্রে এরোসোল বলে। 8. পৃথিবীর বায়ুমন্ডলের সমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত? উঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮৫ কিমি পর্যন্ত। 9. পৃথিবীর বায়ুমন্ডলের বিষমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত? আমাদের সঙ্গে যুক্ত থাকতে নিচে দেওয়া লিংকটি ক্লিক করুন 👇👇👇 https://www.facebook.com/groups/2152807251649841/ উঃ ভূ-পৃষ্ঠের উর্দ্ধে ৮৫ কিমি থেকে ১০,০০০ কিমি পর্যন্ত। 10. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি...