Posts

ভূগোলের 50 টি প্রশ্নোত্তর👉👉

Image
1. Institute of Forest Genetics and Tree Breeding কোথায় অবস্থিত ? উঃ)  কোয়েম্বাটুরে I  2. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে কম ? উঃ)  হরিয়ানা তে I  3. ভারতের মাটির কত শতাংশ পলি মাটি ? উঃ)  22.16%  4. ভারতে মাথাপিছু কাগজের গড় ব্যবহার কত ? উঃ)  5.5 কেজি i 5. ভারতের কৃষিভিত্তিক দ্বিতীয় বৃহত্তম শিল্প কি ? উঃ)  চিনি শিল্প I  6. ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের নাম কি ? উঃ)  অন্ধ্রপ্রদেশের Outer Ring Road (158 km) I  7. ইন্দিরাগাঁধী রাষ্ট্রীয় উড়ান একডেমী কোথায় অবস্থিত ? উঃ)  উত্তর প্রদেশের ফুরসত গঞ্জে I  8. ভারতে সীসার খনিটি কোথায় অবস্থিত ? উঃ)  রাজস্থানের জওয়ার অঞ্চলে I  9. কৃষ্ণা জল বন্টন সমস্যার সাথে কোন কোন রাজ্য সংশ্লিষ্ট ? উঃ)  অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা I  10. গঙ্গা নদীর পরিবাহী এলাকার মধ্যে পশ্চিমবঙ্গে কত শতাংশ অবস্থিত ? উঃ)  8.3% I  11. কোপেন ভারতকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেন ? উঃ)  9 টি I  12. খরাবর্ষ বলতে কি বোঝায় ? উঃ)  যে বছর 40% এর বেশী খরা প্রবণ...

ইতিহাসের 35টি প্রশ্ন উত্তর👉👉

Image
1. ভারতীয় উপমহাদেশে  মানুষের বসবাস শুরু হয় আনুমানিক কত বছর আগে ?   উত্তর :- খ্রিস্টপূর্ব 5 লক্ষ বছর আগে 2. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন?  উত্তর :- ফ্রঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো 3. সিন্ধু বা মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক কে?  উত্তর :- রাখালদাস বন্দ্যোপাধ্যায়। 4. বৈদিক যুগে প্রচলিত দুটি স্বর্ণ মুদ্রার নাম কি ?  উত্তর :- নিষ্ক ও মনা। 5. বুদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি?  উত্তর :- ত্রিপিটক। 6. বুদ্ধচরিত, সূত্রলঙ্কার এর রচয়িতা কে ?  উত্তর :- অশ্বঘোষ। 7. দানসাগর ও অদ্ভুতসাগর রচনা করেন কে ?  উত্তর :- বল্লাল সেন। 8."প্রিন্স অফ বিল্ডার্স"- নামে কে পরিচিত ? উত্তর :- শাহজাহান। চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের "YOUTUBE" -এর ফ্রি ক্লাসগুলোর জন্য "ISCHOOLEDUCATION" চ্যানেল টি সাবস্ক্রাইব করুন 👇👇👇 www.youtube.com/ischooleducation 9. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়? উত্তর :- আমির খসরু কে 10. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?  উত্তর :- খিজির খাঁ  11. চৌসারের যুদ্ধ কবে হয়েছিল ?   উত্তর :-1539 সালে। 12. ভারতের মাটিতে প্রথম কামান...

ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 👉👉

Image
1. পৃথিবীর বায়ুমন্ডলের উর্দ্ধসীমা কত? উঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিমি। 2. পৃথিবীর বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমান সর্বাধিক? উঃ নাইট্রোজেন (৭৮.০৮%) 3. পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের গড় পরিমান কত? উঃ ২০.৯৪% 4. পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের গড় পরিমান কত? উঃ ০.০৩% 5. পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিস্ক্রিয় গ্যাসের পরিমান সর্বাধিক? উঃ আর্গন (০.৯৩%) 6. পৃথিবীর বায়ুমন্ডলে ওজোন গ্যাসের গড় পরিমান কত? উঃ ০.০০০০৬% 7.এরোসোল কি? উঃ পৃথিবীর বায়ুমন্ডলে জলীয় বাষ্প এবং অতি সূক্ষ ধূলিকণা, লবণ কণা প্রভৃতি জৈব ও অজৈব কণাগুলিকে একত্রে এরোসোল বলে। 8. পৃথিবীর বায়ুমন্ডলের সমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত? উঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮৫ কিমি পর্যন্ত। 9. পৃথিবীর বায়ুমন্ডলের বিষমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত? আমাদের সঙ্গে যুক্ত  থাকতে নিচে দেওয়া লিংকটি ক্লিক করুন 👇👇👇                     https://www.facebook.com/groups/2152807251649841/ উঃ ভূ-পৃষ্ঠের উর্দ্ধে ৮৫ কিমি থেকে ১০,০০০ কিমি পর্যন্ত। 10. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি...

ব্রিটিশ আমলে শিক্ষা বিষয়ক বিভিন্ন কমিশন

Image
১)উডের ডেসপাচ--১৮৫৪. ২)হান্টার কমিশন_-১৮৮২ ৩)মিত্র কমিশন --- ১৯৯২ ৪)স্যাডলার কমিশন-১৯১৭. ৫)হাটর্গ কমিটি-----১৯২৯.(প্রাথমিক শিক্ষা) ৬)নই তালিম----১৯৩৭.(বুনিয়াদি শিক্ষা) ৭)সার্জেন কমিটি-১৯৪৪. ৮)রাধাকৃষ্ণণ কমিশন-১৯৪৮/৪৯. (উচ্চশিক্ষা) ৯)মুদালিয়ার কমিশন-১৯৫২.(মাধ্যমিক) ১০)হংস মেহেতা কমিটি-১৯৬১.(নারিশিক্ষা) ১১)ভক্তবতসলম কমিটি-১৯৬৩. ১২)কোঠারী কোমীশন-১৯৬৪/৬৬(প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা) ১৩)জনার্দন কমিটি-১৯৯২ স্যাডলার কমিশন (Sadler Commission) ১৯০৪ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাশ হবার পর দেশে উচ্চশিক্ষার প্রসার ক্রমশ বৃদ্ধি পায় । উচ্চশিক্ষাকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে ১৯১৭ খ্রিস্টাব্দে বড়লাট চেমসফোর্ডের সময় স্যার মাইকেল স্যাডলারের [Michael Sadler - educationist] সভাপতিত্বে 'স্যাডলার কমিশন' গঠন করা হয় । স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই কমিশনের সদস্য ছিলেন । এই কমিশনের সুপারিশগুলি - (১) স্কুল শিক্ষার পর বিশ্ববিদ্যালয়ে প্রব্শের আগে দু-বছরের একটি অন্তর্বর্তী পাঠক্রম চালু করা । (২) তিন বছরের স্নাতক শিক্ষাক্রম চালু করা । (৩) আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফলিত বিজ্ঞান ও উচ্চ কারিগরি...

হর্যঙ্ক বংশ ---

#ischooleducation #competitiveexams #upsc #WBCS #generalknowledge #GovernmentJobs ১) ভারতের সবথেকে প্রাচীন রাজবংশের নাম কী?- হর্যঙ্ক বংশ ২) মগধে সাম্রাজ্যের সূচনা করেন কে? - হর্যঙ্ক বংশীয় রাজা বিম্বিসার ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন https://www.facebook.com/ISCHOOLEDUCATION1/ ৩) হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? - রাজা বিম্বিসার ৪) ভারতের পিতৃহন্তা রাজবংশ নামে কোনটি পরিচিত?- হর্যঙ্ক বংশ। কারন এই বংশের প্রায় সকল রাজাই পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। ৫) বিম্বিসার কোন কোন জেলা নিয়ে মগধ সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? - দক্ষিণ বিহারের পাটনা ও গয়া ৬) বিম্বিসারের পিতার নাম কি? - ভট্টিয় বা মহাপদুম বা মহাপদ্ম ৭) বিম্বিসারের মাতার নাম কি? - বিম্ব ৮) বিম্বিসার কত বছর বয়সে রাজপদে অভিষিক্ত হন? - বৌদ্ধগ্রন্থ মহাবংশ থেকে জানা যায় যে বিম্বিসার ১৫ বছর বয়সে রাজপদে অভিষিক্ত হন। ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন https://www.facebook.com/ISCHOOLEDUCATION1/ ৯) মগধের রাজধানী কোথায় ছিল? - গিরিব্রজ বা র...

সাতবাহন বংশ----

Image
  সাতবাহন বংশ- ১) সাতবাহন সাম্রাজ্য কোথায় গড়ে ওঠে?- গোদাবরী নদীর তীরে ২) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? - সিমুক বা শ্রীমুক ৩) সাতবাহন বংশের রাজধানীর নাম কী?- প্রতিষ্ঠান (বর্তমানে পৈঠান) ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন https://www.facebook.com/ISCHOOLEDUCATION1/ ৪) পুরানে কোন রাজবংশকে অন্ধ্রভৃত্য বলা হয়েছে?- সাতবাহন রাজবংশ কে ৫) সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতির নাম কী?- গৌতমীপুত্র সাতকর্নী ৬) কোন গ্রন্থকে সাতবাহন যুগের অর্থশাস্ত্র বলা হয়?- বৃহৎকথা ৭) বৃহৎকথার লেখক কে?- গুনাঢ্য ৮) গৌতমীপুত্র সাতকর্নীর উপাধিগুলি কী কী?- শক যবন পল্লব নিসূদন, তৃতীয় সমুদ্রাপতি, শক যবন পল্লব উচ্ছেত্তা, এক ব্রাম্ভন এবং ক্ষত্রিয় দর্প মান মর্দন। ৯) অপ্রতিহত উপাধি কার ছিল?- প্রতম সাতকর্নী ১০) সিমুক কাকে পরাজিত করে সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেন?- কান্বরাজ সুশর্মন বা সুদর্শন ১১) নাসিক প্রশস্তি কার সাথে সম্পর্কিত? - গৌতমীপুত্র সাতকর্নী ISCHOOL EDUCATION -এর ফেসবুক পেজে যুক্ত হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন https://www.facebook.com/ISCHOOLEDUCATION1/ ১২) নাসিক প্রশস্তি কে...

FAMOUS PERSONS & THEIR NICKNAMES--

Image
F AMOUS PERSONS & THEIR NICKNAMES-- 1. Bengali Tiger –- Bipin Chandra Pal 2. Punjab Lion, Punjab Kesari –- Lala Lajpat Rai 3. Sher- e -Punjab –- Ranjit Singh চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে ISCHOOL EDUCATION -এর ফেসবুক গ্রুপে যুক্ত হন https://www.facebook.com/groups/2152807251649841/ 4. Lion of Kashmir –- Sheikh Mohammed Abdullah 5. Mysore Tiger –- Tippu Sultan 6. Bard of Avon –- William Shakespeare 7. Sage of Kanchi –- Sankaracharya 8. Bird man of India –- Salim Ali 9. Maratha Kesari –- Bal Gangadhar Tilak 10. Bapu –- Gandhiji 11. Babuji –- Jagjeevan Ram চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে ISCHOOL EDUCATION -এর ফেসবুক গ্রুপে যুক্ত হন https://www.facebook.com/groups/2152807251649841/ 12. Indian Machiavelli –- Chanakya 13. Indian Napoleon –- Samudragupta 14. Indian Bismarck –- Sardar Vallabhai Patel 15. Indian Shakespeare –- Kalidasa 16. Deenabandhu –- C.F Andrews 17. Deshabandhu –- C.R Das 18. Who is known as Prince of Beggars –- Madan Mohan Malaviya 19. Who is known as Prince of Patriot...