গুরুত্বপূর্ণ কম্পিউটার জিকে

► Microsoft এর কর্ণধারের নাম কি ?

উঃ বিল গেটস ।

► কম্পিউটার ভাইরাস এর পুরো নাম কি ?

উঃ ভাইটাল ইনফরমেশান রিসোরসেস আন্ডার সিইজ ।

► মেইন ফ্রেম কম্পিউটার এর উদাহরন দাও ?

উঃ CRAY , PARAM , CYBER , DECIO , IBM 5390

► ফ্লপি ড্রাইভ কবে চালু হয় ?

উঃ ১৯৭০ সালে । আইবিএম চালু করে ।

► সাধারন ৩.৫ ইঞ্চি ফ্লপির মেমরি কত ?

উঃ ১.৪৪ মেগাবাইট

► প্রিন্টার কয় রকমের হয় ?

উঃ প্রিন্টার ৩ রকমের - ডট ম্যাট্রিক্স , ইঙ্ক জেট , লেজার প্রিন্টার

►  PPM কি ?

উঃ প্রিন্টারের স্পিড মাপতে ব্যাবহার হয় PPM , এর অর্থ Page per minute ।

► ইমপ্যাক্ট প্রিন্টার কাকে বলে ?

উঃ ডট ম্যাট্রিক্স প্রিন্টারকে ইমপ্যাক্ট প্রিন্টার বলে ।

► dpi কি ?

উঃ dot per inch  ।

► EPROM  কি ?

উঃ  Eraseable , Programmable Read only Memory ।

► ই - মেইল এর ই অক্ষরের অর্থ কি ?

উঃ ই এর অর্থ ইলেকট্রনিক ।

► কম্পিউটার কী বোর্ডে কতগুলো ফাংশান থাকে ?

উঃ ১২ টি ।

► কত সালে পেন্টিয়াম প্রসেসর চালু হয় ?

উঃ ১৯৯৩ সালে ।

► কম্পিউটারের মেমরী গতি কোন এককে মাপা হয় ?

উঃ মেগাহার্টজ ।

► Nibble কী ?

উঃ চারটি  Bit এর সমন্বয়কে Nibble বলে ।

► ইন্টারনেটের জনক কাকে বলা হয় ?

উঃ রবার্ট টেলর ।

► বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি ?

উঃ ইনিয়াক ।

► তড়িৎ যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটার কে তৈরি করেছিলেন ?

উঃ হাওয়ার্ড একেন ।

► EMU-র কাজ কি ?

উঃ কম্পিউটারে গাণিতিক বিষয়ের সমস্যা সমাধান করা ।

►BUG কাকে বলে ?

উঃ কম্পিউটার প্রোগ্রামের কোনো ভুলকে BUG  বলে ।

► FORTRAN কী কাজে ব্যাবহার করা হয় ?

উঃ উচ্চ পর্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । বিজ্ঞান ও গাণিতিক বিষয়ে কাজের জন্য এটা ব্যবহার হয় ।

►Terminal কী ?

উঃ এটি যন্ত্র বা পয়েন্ট যেখান থেকে কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করা হয় ।

►Byte কী ?

উঃ ৮ টি bit কে একসাথে Byte বলা হয় ।

►Word  কী ?

উঃ কম্পিউটারের ভাষায় ২ বা তার বেশী  Byte কে Word বলে ।

►ই- কমার্সে ভারত কততম ?

উঃ ১৭ তম ।

► মোডেম কয় প্রকারের ও কিকি ?

উঃ মোডেম তিন প্রকারের , ডেক্সটপ মোডেম , পোর্টবেল মোডেম , ইন্টারনাল মোডেম ।

►স্ক্যানারের রেজলিউশান কত হয় ?

উঃ 600x1200 dpi , 300 dpi ইত্যাদি ।

► ভারতের প্রথম কম্পিউটার প্রস্তুতকারী সংস্থার নাম কি ?

উঃ WIPRO

Comments

Popular posts from this blog

কে_কোন_তত্ত্বের_প্রবক্তা

👉 বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর👈

UPSC Political Science Main Solve Paper