#GROUP_C #SPECIAL
প্রশ্ন ১ : প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (PTI) প্রতিষ্ঠা সাল কত ?
উত্তর : ২৭ অগাস্ট, ১৯৪৭
প্রশ্ন ২ : কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে ?
উত্তর : রাজস্থান ,।
প্রশ্ন ৩ : পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : বিধানচন্দ্র রায়
প্রশ্ন ৪ : উলু বনে মুক্ত ছড়ানো- কী অর্থে ব্যবহার করা হয় ?
উত্তর : অপাত্রে দান
প্রশ্ন ৫ : ডাস ক্যাপিটাল কার লেখা ?
উত্তর : কার্ল মার্কস
প্রশ্ন ৬ : স্বনামধন্য অভিনেতা তুলসী চক্রবর্তী। তিনি কবে জন্মগ্রহণ করেন ?
উত্তর : ৩ মার্চ, ১৮৯৯
প্রশ্ন ৭ : শৌর্য, ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ। সম্প্রতি এটিকে কোন শিপ ইয়ার্ড থেকে সমুদ্রে পাঠানো হয় ?
উত্তর : গোয়া শিপ ইয়ার্ড লিমিটেড
প্রশ্ন ৮ : হুমায়ুন নামা-র রচয়িতা কে ?
উত্তর : গুলবদন বেগম
প্রশ্ন ৯ : হরিণের কোন প্রজাতিকে ড্যান্সিং ডিয়ার বলা হয় ?
উত্তর : বিলুপ্তপ্রায় সঙ্গাই হরিণকে
প্রশ্ন ১০ : আপেলে কোন অ্যাসিড থাকে?
উত্তর : ম্যালিক অ্যাসিড
প্রশ্ন ১১ : কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবথেকে বেশি ?
উত্তর : শনি
প্রশ্ন ১২ : দার্শনিকের উল কী ?
উত্তর : জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত
প্রশ্ন ১৩ : রেড হেমাটাইট কী ?
উত্তর : লোহার একটি অন্যতম প্রধান আকরিক
প্রশ্ন ১৪ : অক্সালিক অ্যাসিড কোথায় থাকে ?
উত্তর : আমলকিতে
প্রশ্ন ১৫ : Rousing Call to Hindu Nation-কার বই ?
উত্তর : স্বামী বিবেকানন্দ
প্রশ্ন ১৬ : রসকসমস স্টেট কর্পোরেশন- কাদের ?
উত্তর: রাশিয়ার। মহাকাশ গবেষণার অন্তর্ভুক্ত এই সংস্থা
প্রশ্ন ১৭ : নবকুমার কবিরত্ম কার ছদ্মনাম ?
উত্তর : সত্যেন্দ্রনাথ দত্ত
প্রশ্ন ১৮ : আনন্দমঠ উপন্যাসের প্রথম প্রকাশ কোথায় ?
উত্তর : বঙ্গদর্শন পত্রিকায়
প্রশ্ন ১৯ : বিখ্যাত মিউজিক কম্পোজার এ আর রহমানের পূর্বনাম কী ছিল ?
উত্তর : দিলীপ কুমার
প্রশ্ন ২০ : রোয়ানু ঘূর্ণিঝড় কত সালে আছড়ে পড়ে ?
উত্তর : ২০১৬
প্রশ্ন ১ : জুড ফেলিক্সের নাম কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ?
উত্তর : ভারতীয় হকি
প্রশ্ন ২ : ভারতের যোজনা কমিশন কবে গঠন হয় ?
উত্তর : ১৯৫০ সালে
প্রশ্ন ৩ : ভেনেজুয়েলার রাজধানী কোথায় ?
উত্তর : কারাকাস
প্রশ্ন ৪ : কোন দেশের সংসদকে বলা হয় শোরা ?
উত্তর : আফগানিস্থান
প্রশ্ন ৫ : উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : জম্মু ও কাশ্মীর
প্রশ্ন ৬ : SIM- পুরো কথা কী ?
উত্তর : সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল
প্রশ্ন ৭ : ঐতিহাসিক লোথাল অঞ্চল কোন রাজ্যে ?
উত্তর : গুজরাত
প্রশ্ন ৮ : মহারাজা রণজিৎ সিংয়ের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
উত্তর : লাহোর
প্রশ্ন ৯ : কিয়োটো প্রোটোকল কবে গৃহীত হয় ?
উত্তর : ১৯৯৭ সালে
প্রশ্ন ১০ : উইন্ডমিলের দেশ কাকে বলা হয় ?
উত্তর : নেদারল্যান্ডস
প্রশ্ন ১১ : কুলি কার লেখা উপন্যাস ?
উত্তর : মুলক রাজ আনন্দ
প্রশ্ন ১২ : দার্শনিক আবদুল সাত্তার এধি সম্প্রতি প্রয়াত হয়েছেন ? তিনি কোন দেশের নাগরিক?
উত্তর : পাকিস্তান
প্রশ্ন ১৩ : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কে ?
উত্তর : রঘুবর দাস
প্রশ্ন ১৪ : এক্স রে-র আবিষ্কারক কে ?
উত্তর : উইলহেম কনরাড রোয়েন্টজেন (Wilhelm Conrad Roentgen)
প্রশ্ন ১৫ : হায়দরাবাদের চারমিনার কে নির্মাণ করেন ?
উত্তর : কুলি কুতুব শাহ
প্রশ্ন ১৬ : ওমপ্রকাশ সোনিকে কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর : সংগীত। সংগীত পরিচালক ছিলেন তিনি
প্রশ্ন ১৭ : দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর : গোদাবরী
প্রশ্ন ১৮ : ধান্দ কী ?
উত্তর : বালিয়াড়ি
প্রশ্ন ১৯ : যোগ দিবস কবে পালন করা হয় ?
উত্তর : ২১ জুন
প্রশ্ন ২০ : শিক্ষার মানোন্নয়নে পেহাল (PEHAL) প্রকল্প কারা চালু করেছে ?
উত্তর : হিমাচল প্রদেশ সরকার
প্রশ্ন ১ : ভারতে দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ?
উত্তর : ৭ নম্বর জাতীয় সড়ক (২,৩৬৯ কিলোমিটার প্রায়)
প্রশ্ন ২ : দিল্লির সচিবালয়ে দুটি গুরুত্বপূর্ণ অংশ নর্থ ও সাউথ ব্লক। প্রধানমন্ত্রীর দপ্তর এর মধ্যে কোন ব্লকে অবস্থিত ?
উত্তর : সাউথ ব্লকে
প্রশ্ন ৩ : দিল্লিতে হুমায়ুনের সমাধিস্থল, হুমায়ন টুম্ব কবে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পায় ?
উত্তর : ১৯৯৩ সালে
প্রশ্ন ৪ : নতুন ২০০০ টাকার নোটের পিছনে কীসের ছবি আছে ?
উত্তর : মঙ্গলগ্রহের
প্রশ্ন ৫ : RTI-পুরো কথা কী ? কত সালে পাশ হয় আইন ?
উত্তর : রাইট টু ইনফর্মেশন। ২০০৫ সালে
প্রশ্ন ৬ : কোন সাম্রাজ্যের রাজধানী ছিল পুষ্কলাবতী ?
উত্তর : গান্ধারা (Gandhara)
প্রশ্ন ৭ : হিন্দুধর্ম মতে বরুণ কীসের দেবতা ?
উত্তর : বৃষ্টি ও জলের দেবতা
প্রশ্ন ৮ : মো চু (Mo Chhu) কী ?
উত্তর : ভুটানের উল্লেখযোগ্য নদী
প্রশ্ন ৯ : আইলা ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে, কত সালে ?
উত্তর : ২০০৯ সালে
প্রশ্ন ১০ : পরিব্রাজক বইটি কে লেখেন ?
উত্তর : স্বামী বিবেকানন্দ
প্রশ্ন ১১ : মানবশরীরের কোথায় পিনিয়াল গ্ল্যান্ড কোথায় আছে ?
উত্তর : মস্তিষ্ক
প্রশ্ন ১২ : ASCI কী ?
উত্তর : দা অ্যাডভার্টাইজ়িং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া
প্রশ্ন ১৩ : কোশের পাওয়ার হাউস কাকে বলা হয় ?
উত্তর : মাইটোকন্ড্রিয়া
প্রশ্ন ১৪ : মিক্সড মার্শাল আর্টস প্রোমোশন সুপার ফাইট লিগ কোন দেশে শুরু হয় ?
উত্তর : ভারত
প্রশ্ন ১৫ : সম্প্রতি মৃত্যু হয়েছে কাভালম নারায়ণ পানিক্করের। তিনি কে ?
উত্তর : দেশের বিশিষ্ট নাট্যকার ও কবি।
প্রশ্ন ১৬ : বাংলার বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত। তিনি কোন জেলার বাসিন্দা ছিলেন ?
উত্তর : পূর্ব মেদিনীপুর
প্রশ্ন ১৭ : রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ি কোথায় ?
উত্তর : বীরভূমের মিরাটি গ্রাম
প্রশ্ন ১৮ : তুঘলকনামা কে লিখেছেন ?
উত্তর : আমির খুসরু
প্রশ্ন ১৯ : বিশ্ব বায়োডাইভার্সিটি দিবস কবে ?
উত্তর : ২২ মে
প্রশ্ন ২০ : দামোদর নদের প্রধান শাখানদী কোনটি ?
উত্তর : বরাকর
Comments
Post a Comment