#ঐতিহ্যমন্ডিত_স্থানের_নাম_ও_কোন_রাজ্যের
অজন্তা গুহা ----- মহারাষ্ট্র
ইলোরা গুহা-----মহারাষ্ট্র
আগ্রা দুর্গ----উত্তরপ্রদেশ
তাজমহল----উত্তরপ্রদেশ
কোনারকের সূর্য মন্দির ----ওড়িশ্যা
মহাবলীপূরমের সৌধসমূহ----তামিলনাড়ু
কাজীরাঙ্গা জাতীয় উদ্যান----অসম
মানস অভয়ারণ্য------অসম
কেওলাদেও-ঘানা জাতীয় উদ্যান -----রাজস্থান
গোয়ার চার্চ ও কনভেন্ট সমূহ---গোয়া
খাজুরাহোর মন্দির সমূহ-----মধ্যপ্রদেশ
হাম্পির সৌধসমূহ-----কর্ণাটক
ফতেপুর সিক্রি-----উত্তরপ্রদেশ
সুন্দরবন জাতীয় উদ্যান----পশ্চিমবঙ্গ
গ্রেট লিভিং চোলা মন্দির-----তামিলনাড়ু
পাট্টাডাকাল এর পর্বতসমষ্টি-----কর্ণাটক
এলিফ্যান্ট গুহা------ মহারাষ্ট্র
নন্দাদেবী জাতীয় উদ্যান-----উত্তরাখন্ড
সাঁচির বৌদ্ধ স্তূপ------মধ্যপ্রদেশ
কুতুবমিনার ও স্মৃতিসৌধ-----দিল্লি
হূমায়নের গোরস্থান-----দিল্লি
দার্জিলিঙে পার্বত্য রেল-----পশ্চিমবঙ্গ
বুদ্ধগয়ার মহাবোধি মন্দির----বিহার
ভীমবেটকার রকশেল্টার----মধ্যপ্রদেশ
চম্পানের পাজগড় প্রত্নতাত্বিক উদ্যান-----গুজরাট
ছত্রপতি শিবাজী রেলওয়ে টারমিনাস------মহারাষ্ট্র
লালকেল্লা ------দিল্লি
কালকা সিমলা রেললাইন-------হিমাচলপ্রদেশ
পশ্চিমঘাট----কেরল
হিল ফোর্টস অফ রাজস্থান----- রাজস্থান
দি কুইন'স স্টেপওয়েল-----গুজরাট
গ্রেট হিমালয়ান ন্যাশানাল পার্ক------ হিমাচলপ্রদেশ
Comments
Post a Comment