#এক_নজরে_গুরুত্বপূর্ণ_কিছু_জি_কে--

♦#ভারতের_প্রথম_মহিলা
1. প্রথম মহিলা কংগ্রেস সভাপতি - সরোজিনী নাইডু ।
2. প্রথম মহিলা পাইলট - দুর্বা বন্দ্যোপাধ্যায়।
3.প্রথম মহিলা প্রধানমন্ত্রী - ইন্দিরা গান্ধী ।
4.প্রথম মহিলা মুখ্যমন্ত্রী - সুচেতা কৃপালিনী ।
5.প্রথম জ্ঞানপীঠ জয়ী মহিলা- আশাপূর্ণা দেবী।
6.প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী- দেবিকা রাণী রোইরিচ।
7.প্রথম মিস ওয়ার্ল্ড - রিতা ফারিয়া।
8.প্রথম মিস ইউনিভার্স - সুস্মিতা সেন।
9.প্রথম মহিলা IPS - কিরণ বেদী।
10.প্রথম এভারেস্ট জয়ী মহিলা - বাচেন্দ্রী পাল।
11.প্রথম মহিলা ইংলিশ চ্যানেল জয়ী - আরতি সাহা।
12.প্রথম মহিলা স্পিকার - সুশীলা আয়ার।
13.প্রথম মহিলা রাস্ট্রপতি - প্রতিভা প্যাটেল।
14.প্রথম হাইকোর্টের বিচারপতি - আন্না চন্ডী।
15.প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি - মীরা সাহেব ফাতেমা বিবি।
16.প্রথম জিব্রাল্টার বিজয়িনী - আরতি প্রধান ।
17.প্রথম ইংরেজি ভাষার কবি - তরু দত্ত।
18.প্রথম নির্বাচন কমিশনার - রমা দেবী।
19. প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী - নার্গিস দত্ত।
20.প্রথম সবাক চলচিত্র অভিনেত্রী - জুবেইদা।
21.প্রথম ভারত রত্ন জয়ী সংগীত শিল্পী - শুভালক্ষী।
22. প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী নারী- কল্পনা চাউলা ।
23। প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক জিতেছেন - করনম মালেস্বারি ।
24। প্রথম ভারতীয় মহিলা যিনি অশোক চক্র পান - নিরজা ভানত ।
25। প্রথম ভারতীয় মহিলা প্রধান শিক্ষিকা - সাবিত্রীবাই ফুলে ।

------------------------------------
♦#বিশ্ব_অর্থনীতি
খনিজ তেলের প্রধান রপ্তানী কারক – সোদি আরব ।
পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ – কিউবা ।
পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক দেশ -- ভারত ।
কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ -- ইরান।
বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন হয় -- চীন।
বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপন্ন হয় -- ভারত ।
বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ -- যুক্তরাষ্ট্র।
পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয় -- এশিয়া মহাদেশে।
পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত-- কিম্বার্লি, দক্ষিণ আফ্রিকা ।
পৃথিবীর সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় -- বাংলাদেশে ।
সবচেয়ে বেশী চিনি উৎপাদন হয় -- কিউবায় ।
লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ -- চীন ।
পশম রপ্তানীতে শীর্ষ দেশ -- অস্ট্রেলিয়া।
পৃথিবীর শ্রেষ্ট চলচিত্র শিল্প -- হলিউড, আমেরিকা।
সর্বাধিক পামওয়েল উৎপাদনকারী দেশ -- মালয়েশিয়া ।
পৃথিবীর সবচেয়ে বেশী জুয়েলারী তৈরী দেশ -- ইটালী ।
পৃথিবীর প্রধান পাট রপ্তানীকারক দেশ -- বাংলাদেশ ।
প্রধান চা আমদানীকারক দেশ -- যুক্তরাষ্ট্র ।
বিশ্বের প্রধান সোনা উৎপাদনকারী দেশ -- দক্ষিণ আফ্রিকা।
বিশ্বের বেশী তেল উৎপাদনকারী দেশ -- যুক্তরাষ্ট্র ।
বিশ্বের সবচেয়ে বেশী কফি উৎপন্ন হয় -- ব্রাজিল।
সবচেয়ে বেশী তামাক উৎপন্ন হয় -- যুক্তরাষ্ট্রে।
বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় – ওয়াশিংটন ডিসি ।
বিশ্ব ব্যাংকের কার্যক্রম শুরু হয় -- ২৫ জুন, ১৯৪৬ সাল ।
বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা -- ১৮৬ টি।
এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় -- ১৯৬৬ সালে।
এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর -- ম্যানিলা, ফিলিপাইন।
এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা – ৬৭ টি ।
ইসলামী উন্ন্‌য়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় -- ২০ অক্টোবর, ১৯৭৫ সালে ।
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা -- ৫৬ টি।
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর -- জেদ্দা, সৌদি আরব ।
বিশ্ব ব্যাংক থেকে সবচেয়ে বেশী ঋন নিয়েছে -- ভারত ।
বর্তমানে আই এম এফ-এর সদস্য সংখ্যা -- ১৮৫ (সর্বশেষ সদস্য মন্টিনিগ্রো, ১৮ জানু, ২০০৭)।
বর্তমানে বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ -- জাপান ।
সার্কভূক্ত দেশ গুলোর মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশী -- মালদ্বীপ।
বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ -- কাতার (৮৭,৭১৭ ইউএসডি) ।
বিশ্বের সর্বনিম্ন মাথাপিছু আয়ের দেশ -- জিম্বাবুয়ে (০৯ ইউএসডি)।
বিশ্বের সেরা ধনী ব্যক্তি -- কার্লোস স্লিম, মেক্সিকো (৫৩৫০ কোটি ইউএসডি)।
বিল গেটস্‌ বর্তমানে কততম -- ২য় স্থান (৫৩০০ কোটি ইউএসডি)।
ইউরোপের একক মুদ্রা ইউরো চালু হয় -- ১ জানুয়ারী, ১৯৯৯।
ইউরো মুদ্রা ও নোট হিসেবে বাজারে চালু হয় -- ১ জানুয়ারী, ২০০২।
ইউরোপে একক মুদ্রা ইউরো প্রথম চালু হয় -- ১১ টি দেশে।
ইউরোপে একক মুদ্রা ইউরো বর্তমানে চালু আছে -- ১৬ টি ইইউ সদস্য দেশে, এছাড়া চুক্তি করে ৩টি, চুক্তি ছাড়া ৫টি এবং আনঅফিসিয়াল ৪টি দেশ।
বিশ্বের সবচেয়ে বেশী ঋণগ্রস্থ দেশ কোনটি -- যুক্তরাষ্ট্র (২২ ট্রিলিয়ন ডলার) ।
কোন দেশে সবচেয়ে বেশী পেট্রোলিয়াম মজুদ আছে -- সৌদি আরব (এক-চর্তথাংশ)।
চাল উৎপাদনর শীর্ষ দেশ -- উঃ চীন ।
মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তৈল অবরোধ করেছিল -- ১৯৭৩ সালে ।
আফ্রিকার সবচেয়ে বেশী সম্পদশালী দেশ -- দক্ষিণ আফ্রিকা ।
মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ -- হংকং।
কোকেন উৎপাদনের প্রধান দেশ -- পেরু ।
ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় -- উঃ ১৮৬১ সালে।
বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় -- ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট -- জিম ইয়ং কিম (১ জুলাই, ২০১২)।
বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক -- ব্যাংক অব টোকিও ও মিৎসুবিশি ব্যাংকের একীভূত ।
পৃথিবীর সবচেয়ে বেশী স্বর্ণ ব্যবহারকারী দেশ -- ভারত ।
প্রত্যক্ষ বিদিশী বিনিয়গের ক্ষেত্রে এশিয়ার প্রধান দেশ -- চীন
বিশ্বের সর্বোচ্চ হীরা উৎপাদনকারী -- দক্ষিণ আফ্রিকা ।
বিশ্বের সবচেয়ে বেশী রেশম রপ্তানীকারক দেশ -- চীন ।
বিশ্বের বৃহত্তম তেল কুপ -- ব্রাজিলের পি-৩৬।
কবে পি-৩৬ এর সলিল সমাধি ঘটে -- ৩ মার্চ, ২০০১।
যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় -- ৩৭,৬০০ ডলার ।

--------------------------------------
♦#বিভিন্ন_দেশের_কেন্দ্রীয়_ব্যাংকের_নাম
তাইওয়ান -- সেন্ট্রাল ব্যাংক অব চায়না
মঙ্গোলিয়া -- মঙ্গোল ব্যাংক
জাপান -- ব্যাংক অব জাপান
ইরান -- ব্যাংক মারকাজি জমহুরী ইসলামী ইরান
ইরাক -- সেন্ট্রাল ব্যাংক অব ইরাক
ইসরাইল -- ব্যাংক অব ইসরাইল
জর্দান -- সেন্ট্রাল ব্যাংক অব জর্দান
তুরস্ক -- সেন্ট্রাল ব্যাংক অব দি রিপাবলিক অব তুরস্ক
কুয়েত -- সেন্ট্রাল ব্যাংক অব কুয়েত
ইতালী -- ব্যাংক অব ইতালী
নেদারল্যান্ড -- দি নেদারল্যান্ড ব্যাংক
নরওয়ে -- ব্যাংক অব নরওয়ে
পর্তুগাল -- ব্যাংক অব পর্তুগাল
স্পেন -- ব্যাংক অব স্পেন
বাংলাদেশ -- ব্যাংলাদেশ ব্যাংক
ভারত -- রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
পাকিস্তান -- স্টেট ব্যাংক অব পাকিস্তান
শ্রীলংকা -- সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা
ভুটান -- রয়্যাল মনিটরী অথরিটি অব ভুটান
মালদ্বীপ -- মালদ্বীপ মনিটরী অথরিটি
নেপাল -- নেপাল রাষ্ট্র ব্যাংক
লেবানন -- ব্যাংক অব লেবানন
ওমান -- সেন্ট্রাল ব্যাংক অব ওমান
কাতার -- কাতার মনিটরী এজেন্সি
সৌদি আরব -- সৌদি আরব মনিটরী এজেন্সি
সিরিয়া -- সেন্ট্রাল ব্যাংক অব সিরিয়া
আফগানিস্তান -- দি আফগানিস্তান ব্যাংক
মায়ানমার -- মায়ানমার ব্যাংক
চীন -- পিপলস্ ব্যাংক অব চায়না
থাইল্যান্ড -- ব্যাংক অব থাইল্যান্ড
ইন্দোনেশিয়া -- ব্যাংক অব ইন্দোনেশিয়া
সাইপ্রাস -- সেন্ট্রাল ব্যাংক অব সাইপ্রাস
দঃ কোরিয়া -- ব্যাংক অব কোরিয়া
মালয়েশিয়া -- ব্যাংক নেগারা মালয়েশিয়া
ফিলিপাইন -- সেন্ট্রাল ব্যাংক অব ফিলিপাইন
সিঙ্গাপুর -- মনিটরী অথরিটি অব সিঙ্গাপুর
ইথিওপিয়া -- ন্যাশনাল ব্যাংক অব ইথিওপিয়া
গ্যাবন -- ব্যাংক অব দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস
গাম্বিয়া -- সেন্ট্রাল ব্যাংক অব গাম্বিয়া
ঘানা -- ব্যাংক অব ঘানা
গিনি বিসাউ -- সেন্ট্রাল ব্যাংক অব গিনি বিসাউ
কেনিয়া -- সেন্ট্রাল ব্যাংক অব গিনি কেনিয়া
লাইবেরিয়া -- ন্যাশনাল ব্যাংক অব লাইবেরিয়া
সুদান -- ব্যাংক অব সুদান
লেসেথো -- সেন্ট্রাল ব্যাংক অব লেসেথো
মাদাগাস্কার -- সেন্ট্রাল ব্যাংক অব মাদাগাস্কার
মালাউ -- রিজার্ভ ব্যাংক অব মালাউ
সিয়েরালিওন -- ব্যাংক অব সিয়েরালিওন
জিম্বাবুয়ে -- রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ে
সুইডেন -- রিকস্ ব্যাংক
সুইজারল্যান্ড -- সুইস ন্যাশনাল ব্যাংক
যুক্তরাজ্য -- ব্যাংক অব লন্ডন
চেক প্রজাতন্ত্র -- চেক ন্যাশনাল ব্যাংক
হাঙ্গেরী -- ন্যাশনাল ব্যাংক অব হাঙ্গেরী
মালটা -- সেন্ট্রাল ব্যাংক অব মালটা
বুরুন্ডী -- ব্যাংক অব রিপাবলিক অব বুরুন্ডী
রুমানিয়া -- ন্যাশনাল ব্যাংক অব রুমানিয়া
আলজেরিয়া -- সেন্ট্রাল ব্যাংক অব আলজেরিয়া
বেনিন -- সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস
বতসোয়ানা -- ব্যাংক অব বতসোয়ানা
পোল্যান্ড -- ন্যাশনাল ব্যাংক অব পোল্যান্ড
বার্কিনা ফাসো -- সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস
মিশর -- সেন্ট্রাল ব্যাংক অব ইজিপ্ট
চাঁদ -- ব্যাংক অব দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস
ক্যামেরুন -- ব্যাংক অব দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস
সংযুক্ত আরব আমিরাত -- সেন্ট্রাল ব্যাংক অব সংযুক্ত আরব আমিরাত
অস্ট্রিয়া -- অস্ট্রিয়া ন্যাশনাল ব্যাংক
বেলজিয়াম -- ন্যাশনাল ব্যাংক অব বেলজিয়াম
লুক্সেমবার্গ -- ইনস্টিটিউট মনিটায়ার লুক্সেমবুর্ডেয়িস
ডেনমার্ক -- ডেনমার্ক ন্যাশনাল ব্যাংক
ফিনল্যান্ড -- ব্যাংক অব ফিনল্যান্ড
ফ্রান্স -- ব্যাংক অব ফ্রান্স
জার্মানী -- বুন্ডেস ব্যাংক
গ্রীস -- ব্যাংক অব গ্রীস
আইসল্যান্ড -- সেন্ট্রাল
ব্যাংক অব আইসল্যান্ড
আয়ারল্যান্ড -- সেন্ট্রাল ব্যাংক অব আয়ারল্যান্ডহ



56) কোন পশু শব্দ করতে পারেনা ? ➟ জিরাফ
57) নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি ? ➟ গোলকৃমি
58) রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে কেন ? ➟ টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে ।

59) মস্তিস্কের পর্দার নাম কি ? ➟ মেনিনজেস
60) হৃদপিন্ডের পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
61) ফুসফুসের পর্দার নাম কি ? ➟ প্লুরা
62) যকৃতের পর্দার নাম কি ? ➟ গ্লিসনস ক্যাপসুল
63) অস্থির পর্দার নাম কি ? ➟ পেরি অস্টিয়াম
64) তরুণাস্থির পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
65) স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নিউরন
66) রেচনতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নেফ্রন
67) কংকালতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ অস্থি
68) যকৃতের গাঠনিক একক কি ? ➟ হেপাটোসাইট
69) মাংসপেশীর গাঠনিক একক কি ? ➟ মায়োসাইট
70) ফুসফুসের গাঠনিক একক কি ? ➟ এলভিওলাই
[[[[ভালো লাগলে অবশ্যই বন্ধুরা পেজটি শেয়ার করুন ]]]]
71) মানবদেহে পানির পরিমাণ কত শতাংশ ? ➟ ৬০% থেকে ৭০%
72) মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? ➟ হাইপোথ্যালামাস
73) কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে ? ➟ অগ্ন্যাশয় রস।
74) মানুষের লালায় কোন এনজাইম থাকে ? ➟ টায়ালিন
75) কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ? ➟ রেনিন
76) HCL কোন কোষ থেকে নিঃসৃত হয় ? ➟ প্যারাইটাল কোষ
77) দুধ দাঁত কয়টি ? ➟ ২০ টি
78) ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত ? ➟ ৬ মিটার
79) পিত্তের বর্ণের জন্য দায়ী কি ? ➟ বিলিরুবিন
80) বিলিরুবিন কোথায় তৈরী হয় ? ➟ প্লিহায়
81) মানব চক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান ? ➟ উত্তল
82) একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? ➟ প্রায় ১০ লক্ষ
83) মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত ? ➟ ২০৬ টি
84) রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কি ? ➟ O
85) রক্তের সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ ? ➟ AB
86) একজন মানুষের শরীরে কি পরিমান রক্ত থাকে ? ➟ দেহের ওজনের ৭ শতাংশ
87) আমিষের অভাবে মানুষের কি রোগ হয় ? ➟ কোয়াশিয়রকর
88) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? ➟ ভিটামিন সি
89) কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ? ➟ ভিটামিন এ
90) কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ? ➟ ভিটামিন বি
91) কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ? ➟ ভিটামিন ডি
92) নিউমোনিয়া ও যক্ষা কোথায় হয় ? ➟ ফুসফুস
93) ডিপথেরিয়া কোথায় হয় ? ➟ গলায়
94) পাইরিয়া কোথায় হয় ? ➟ দাঁতের মাড়ি
95) দুধের প্রোটিনের নাম কি ? ➟ কেসিন
96) ডাবে কোন খনিজ পদার্থ বেশী থাকে ? ➟ পটাসিয়াম
97) বিশ্ব স্বাস্থ সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ? ➟ 0.01 mg/L
98) পৃথিবীর স্বাদু জলের পরিমান কত ?_3%
99) পৃথিবীর একদিন সময়ে কোন গ্রহের আকাশে দুইবার সূর্য উঠে এবং দুইবার অস্ত যায় ? ➟ বৃহস্পতি

100) কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি ? ➟ শনি
101) পৃথিবীর বয়স কত ? ➟ আনুমানিক ৪৫০ কোটি বছর ।
102) পৃথিবীর ব্যসার্ধ কত ? ➟ 6434 কিমি
103) পৃথিবীর আকার গোল এই ধারণা কার ? ➟ পিথাগোরাসের
104) অপসুর কি ? ➟ ৪ জুলাই সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বাধিক হয় । এ অবস্থাকে অপসূর বলে ।

105) অনুসুর কি ? ➟ ৩ জানুয়ারি সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বনিম্ন হয় । এ অবস্থাকে বলে অনুসুর ।

106) কোন কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় ? ➟ ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর

107) উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কবে ? ➟ ২১ জুন
108) উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কবে ? ➟ ২২ ডিসেম্বর
109) ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় ? ➟ অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহানসের বিটা কোষ থেকে ।

110) সূর্যের আলো পৃথিবী তে আসতে কত সময় লাগে ?= 8 মিনিট 19 সেকেন্ড

Comments

Popular posts from this blog

কে_কোন_তত্ত্বের_প্রবক্তা

👉 বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর👈

UPSC Political Science Main Solve Paper