Objective 2
প্রশ্ন ১ : ভয়েস অফ ইন্ডিয়া প্রকাশ শুরু করেন কে ?
উত্তর : দাদাভাই নওরোজি
প্রশ্ন ২ : ১৯৩০ সালের লবণ আন্দোলন কোথা থেকে শুরু হয় ?
উত্তর : সবরমতি আশ্রম, আমেদাবাদ
প্রশ্ন ৩ : সন্ধ্যাকর নন্দী কোন রাজত্বের কবি ছিলেন ?
উত্তর : পাল
প্রশ্ন ৪ : দার্জিলিঙের রেল স্টেশন ঘুমের উচ্চতা কত ?
উত্তর : ২,২৫৮ মিটার
প্রশ্ন ৫ : কোন অঞ্চলের মহিলারা জহরব্রত পালন করতেন ?
উত্তর : রাজপুতানা
প্রশ্ন ৬ : বাংলায় দ্বৈত শাসন কে প্রচলন করেন ?
উত্তর : রবার্ট ক্লাইভ
প্রশ্ন ৭ : নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা কে ছিলেন ?
উত্তর : মেধা পাটেকর
প্রশ্ন ৮ : SFDA কী ?
উত্তর : ক্ষুদ্রচাষি উন্নয়ন সংস্থা (Small Farmers Development Agency)
প্রশ্ন ৯ : কুলির ফ্র্যাকচার কোন হাড়ের সঙ্গে জড়িত ?
উত্তর : রেডিয়াস
প্রশ্ন ১০ : তত্ত্ববোধিনী পত্রিকা কে শুরু করেন ?
উত্তর : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন ১১ : বাংলার বিখ্যাত দার্শনিক M N রায়ের জন্মনাম কী ?
উত্তর : নরেন্দ্রনাথ ভট্টাচার্য
প্রশ্ন ১২ : শিকাগো ধর্ম সম্মেলন কত সালে শুরু হয় ?
উত্তর : ১৮৯৩
প্রশ্ন ১৩ : সুনামির অন্যতম প্রধান কারণ কী ?
উত্তর : ভূমিকম্প
প্রশ্ন ১৪ : রাওলাট আইন পাশ হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর : লর্ড চেমসফোর্ড
প্রশ্ন ১৫ : Political freedom is the life breath of a nation- কার উক্তি ?
উত্তর : ঋষি অরবিন্দ
প্রশ্ন ১৬ : অন্ধ্র কেশরি কাকে বলা হয় ?
উত্তর: তাঙ্গুতুরি প্রকাশম
প্রশ্ন ১৭ : আরবসাগরের রানি কোন শহরকে বলা হয় ?
উত্তর : কোচি
প্রশ্ন ১৮ : বর্তমান লোকসভা কততম লোকসভা ?
উত্তর : ১৬তম
প্রশ্ন ১৯ : চোখ দিয়ে দেখার সঙ্গে জড়িত কোন নার্ভ ?
উত্তর : অপটিক নার্ভ
প্রশ্ন ২০ : বোরা কেভ কোথায় ?
উত্তর : অন্ধ্রপ্রদেশ
প্রশ্ন ১ : আরজুমানদ বানু কোন মুঘলসম্রাট পত্নীর জন্মনাম ছিল ?
উত্তর : শাহজাহান পত্নী মুমতাজ
প্রশ্ন ২ : বিশ্বখ্যাত ছবি মোনালিসা কে এঁকেছেন ?
উত্তর : লিওনার্দো দা ভিঞ্চি
প্রশ্ন ৩ : শাহজাহানাবাদ কোন শহরের পূর্বনাম ছিল ?
উত্তর : দিল্লি
প্রশ্ন ৪ : সিরাজ-উদ-দৌল্লার মায়ের নাম কী ?
উত্তর : আমিনা বেগম
প্রশ্ন ৫ : হরপ্পার ধ্বংসাবশেষ প্রথম কে আবিষ্কার করেন ?
উত্তর : চার্লস ম্যাসন
প্রশ্ন ৬ : পাওলো মালদিনির নাম কীসের সঙ্গে যুক্ত ?
উত্তর : ফুটবল
প্রশ্ন ৭ : চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয় ?
উত্তর : ১৯১৭
প্রশ্ন ৮ : জিনেদিন জিদান কোন দেশের ফুটবলার ছিলেন ?
উত্তর : ফ্রান্স
প্রশ্ন ৯ : বিশ্বব্যাঙ্কের সদর দপ্তর কোথায় ?
উত্তর : ওয়াশিংটন ডি সি
প্রশ্ন ১০ : সাম্বা নাচের জন্য কোন দেশ বিখ্যাত ?
উত্তর : ব্রাজিল
প্রশ্ন ১১ : ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উত্তর : জে বি কৃপালনি
প্রশ্ন ১২ : পুরি সিরিজ় কার লেখা কাব্যগ্রন্থ ?
উত্তর : কবি উৎপলকুমার বসু
প্রশ্ন ১৩ : চার্লস স্পেনসার বিখ্যাত এক অভিনেতার নাম ? তাঁকে আমরা কী নামে চিনি ?
উত্তর : চার্লি চ্যাপলিন
প্রশ্ন ১৪ : সিয়েরা লিওনের রাজধানীর নাম কী ?
উত্তর : ফ্রিটাউন
প্রশ্ন ১৫ : ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার কোথায় অবস্থিত ?
উত্তর : লিমা, পেরু
প্রশ্ন ১৬ : বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন ?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন ১৭ : আকাশ কুসুম কথাটি কী অর্থে ব্যবহৃত হয় ?
উত্তর : অসম্ভব কল্পনা
প্রশ্ন ১৮ : ১৯৩৮ সালে ন্যাশনাল প্ল্যানিং কমিটির উদ্যোগ কার ছিল ?
উত্তর : নেতাজি সুভাষচন্দ্র বসু
প্রশ্ন ১৯ : WBSEDCL-পুরো কথা কী ?
উত্তর : ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড
প্রশ্ন ২০ : বিশ্ব স্বাস্থ্য দিবস কবে ?
উত্তর : ৭ এপ্রিল
__________________________________________
Comments
Post a Comment