বিভিন্ন পণ্য -- উৎপাদনে প্রথম রাজ্য


1. ধান -- বাংলা ।
2. গম -- উত্তরপ্রদেশ ।
3. ভুট্টা -- মধ্যপ্রদেশ ।
4. মিলেট -- মহারাষ্ট্র ।
5. মোট খাদ্যশস্য -- উত্তরপ্রদেশ ।
6. সরিষা -- রাজস্থান ।
7. মোট তৈলবীজ -- মধ্যপ্রদেশ ।
8. ডাল -- মধ্যপ্রদেশ ।
9. আখ -- উত্তরপ্রদেশ ।
10. পাট -- বাংলা ।
11. তুলা -- গুজরাট ।
21. নারকেল -- তামিলনাড়ু ।
22. আপেল -- জম্মু ও কাশ্মীর ।
23. তামাক -- অন্ধ্রপ্রদেশ ।
24. রবার -- কেরালা ।
25. দুধ -- উত্তরপ্রদেশ ।
26. ছাগল, ভেড়া -- রাজস্থান ।
27. মহিষ -- উত্তরপ্রদেশ ।
28. সামুদ্রিক মাছ -- গুজরাট ।
29. কয়লা -- ছড়িশগড় ।
30. লোহা -- গোয়া ।
31. ম্যাঙ্গানিজ -- কর্ণাটক ।
32. তামা -- ঝাড়খণ্ড ।
33. চুনাপাথর -- কর্ণাটক ।
34. ইউরেনিয়াম -- ঝাড়খণ্ড ।
35. সোনা -- কর্ণাটক ।
36. জিপসাম -- রাজস্থান ।
37. বক্সাইট -- ওড়িশা ।
38. অভ্র -- বিহার ।

Comments

Post a Comment

Popular posts from this blog

কে_কোন_তত্ত্বের_প্রবক্তা

👉 বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর👈

UPSC Political Science Main Solve Paper