জেলা_ঝাড়গ্রাম :


নতুন ঝাড়গ্রাম জেলার মধ্যে পুরসভা মাত্র একটি, বাকি সব পঞ্চায়েত এলাকা
সংবাদদাতা, ঝাড়গ্রাম: একটি মাত্র পুরসভাকে নিয়ে গঠিত হচ্ছে নতুন ঝাড়গ্রাম জেলা। জেলা সদর বাদ দিয়ে সমস্ত এলাকাই পঞ্চায়েতের অধীন। ২০১১ সালের গণনা অনুসারে এই জেলার জনসংখ্যা১১লক্ষ ৩৭হাজার ১৬৩। এই নতুন জেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য জোর তৎপরতা চলছে।
এক নজরে নতুন জেলাটি এরকম। আয়তন- ৩০২৪.৩৮বর্গ কিলোমিটার সীমানা- দক্ষিণে ওড়িশার ময়ূরভঞ্জ ও বালাশোর জেলা, উত্তরে বাঁকুড়া ও পুরুলিয়া জেলা, পূর্বে পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিমে ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলা। প্রধান নদী- কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং ও তারাফেনি। জনসংখ্যা-১১লক্ষ ৩৭হাজার ১৬৩জন(২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)। পুরুষ- ৫লক্ষ ৭৫হাজার ৮৫জন। মহিলা- ৫লক্ষ ৬২হাজার ৭৮জন। জনঘনত্ব- ৩৭৬ জন প্রতি বর্গ কিলোমিটার। পুরসভা- ১টি(ঝাড়গ্রাম)। ব্লক- ৮টি(ঝাড়গ্রাম, জামবনী, সাঁকরাইল, বেলিয়াবেড়া, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, লালগড়, বেলপাহাড়ী)। পঞ্চায়েত সমিতি- ৮টি। গ্রাম পঞ্চায়েত- ৭৯টি। থানা- ৯টি(ঝাড়গ্রাম, জামবনী, সাঁকরাইল, বেলিয়াবেড়া, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর, লালগড়, বেলপাহাড়ী)। মহিলা থানা- ১টি(ঝাড়গ্রাম)। পুলিশ ফাঁড়ি- ৩টি(মানিকপাড়া, বাঁশপাহাড়ী, রামগড়)। শিক্ষা প্রতিষ্ঠান- প্রাথমিক বিদ্যালয়-১হাজার ২৬০টি। জুনিয়র হাইস্কুল- ১৯১টি। মাধ্যমিক বিদ্যালয়-২টি। উচ্চমাধ্যমিক বিদ্যালয়- ১৪২টি। কলেজ- একটি মহিলা কলেজ সহ মোট ১০টি। কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান-৮টি। স্বাস্থ্য পরিকাঠামো- জেলা হাসপাতাল- ১টি (ঝাড়গ্রাম)। সুপার স্পেশালিটি হাসপাতাল- ৩টি(ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম)। গ্রামীণ হাসপাতাল- ৭টি(খড়িকমাথানি, তপিসিয়া, গোপীবল্লভপুর, মোহনপুর, ভাঙাগড়, বিনপুর, বেলপাহাড়ী)। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র -১টি(চিল্কীগড়)। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র- ২৫টি। উপস্বাস্থ্য কেন্দ্র- ২১৯টি। বিশেষ দর্শনীয় স্থান- ঝাড়গ্রাম রাজবাড়ি, সাবিত্রী মন্দির, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, চিল্কিগড় কনকদুর্গা মন্দির, হাতিবাড়ি পাখিরালয়, নয়াগ্রামের রামেশ্বর মন্দির, তপোবন, বেলপাহাড়ীর ঘাঘরা, গাড়রাসিনি, কাঁকড়াঝোড়, খাঁদারানি ড্যাম্প, লালজল গুহা।

Comments

  1. ঝাড়গ্রাম কি রাঢ় অঞ্চলের মধ‍্যে অবস্হিত ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কে_কোন_তত্ত্বের_প্রবক্তা

👉 বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর👈

UPSC Political Science Main Solve Paper