Geography Objective
@পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ=মাউন্ট এভারেস্ট (8850 মিটার)
@পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ=K2 বা গডউইন অস্টিন(8611 মিটার)
@ভারতের উচ্চতম শৃঙ্গ=K2 বা গডউইন অস্টিন(8611 মিটার)
@ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ=কাঞ্চনজঙ্ঘা (8598 মিটার )
@পঞ্চ পাহাড়ের দেশ=ত্রিপুরা
@ভারতের মৃত আগ্নেয়গিরি=আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নারকোনদাম
@ভারতের দীর্ঘতম উপকূল =গুজরাট উপকূল
@ভারতের ভগ্নযুক্ত দীর্ঘ উপকূল = কোঙ্কন উপকূল
@মালনাদ শব্দের অর্থ =পাহাড়ি দেশ
@ভারতের উত্তরতম পর্বতশ্রেনী= কারাকোরাম
@কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ=K2 বা গডউইন অস্টিন
@পূর্ব ভারতের কাশ্মীর =মনিপুর
@ভারতের সর্বোচ্চ মালভূমি =লাদাখ
@পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ=সান্দাকফু (3600 মিটার )
@দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ=আনাইমুদি(2965 মিটার )
@ভারতের প্রাচীনতম পর্বত =আরাবল্লী পর্বত
@আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ=গুরু শিখর(1712 মিটার )
@সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ= ধূপগড়(1350 মিটার )
@মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ=পাঁচমারি(1050 মিটার )
@মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ= অমরকন্টক(1057 মিটার )
@পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ=আনাইমুদি(2695 মিটার )
@নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ=দোদাবেত্বা(2637 মিটার )
@গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ=নকরেক(1413 মিটার )
@ভারতের বৃহত্তম উপহ্রদ= চিল্কা
@আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ=স্যাডল পিক্(738 মিটার )
জাস্কর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ=লিওপারগেল
"#ভারতের #জলবায়ু
Q.ভারতের একটি স্থানীয় বায়ুর উদাহরণ – লু ৷
Q. মৌসুমি বিস্ফোরণ হয় – গ্রীষ্মকালে ৷
Q. আশ্বিনের ঝড় হয় – শরৎকালে ৷
Q. পশ্চিমি ঝামেলা হয় – শীতকালে ৷
Q. তামিলনাড়ুর উপকূলের বছরে দুবার বৃষ্টিপাত হয় ৷
Q. মৌসুমি কথার অর্থ – ঋতু ৷
Q. মৌসুমি বিস্ফোরণের ফলে বর্ষাকালের সূচনা হয় ৷
Q. দক্ষিন ভারতের জলবায়ু সমভাবাপন্ন ৷
Q. উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রকৃতপক্ষে – উত্তরপূর্ব আয়ন বায়ু ৷
Q. পর্বতের অনুবাতঢালে কমবৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে ৷
Q. ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলে ৷
Q. মেঘালয়ের মোসিনরামে সর্বাধিক বৃষ্টিপাতা হয় ৷
দক্ষিন ভারতে গ্রীষ্মকালে বজ্রবিদ্যুত সহ যে বৃষ্টিপাত হয় তাকে আম্রবৃষ্টি বলে ৷
Q. মৌসিম কথাটি একটি আরবিয় শব্দ ৷
লাদাখ ভারতের একটি শীতল মরু-মালভূমির উদাহরণ৷
পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল ও শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ ৷
#ভারতের #নদনদী
*উত্তর ও দক্ষিন ভারতের জলবিভাজিকা – বিন্ধ্য পর্বত
*অলকনন্দা দেবপ্রয়াগের কাছে গঙ্গায় পড়েছে ৷
*গঙ্গার প্রধান উপনদী হল – যমুনা ৷
*সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে – সিন্-খা-বাব হিমবাহ থেকে ৷
*ব্রক্ষ্মপুত্র তিব্বতে – সাংপো নামে পরিচিত ৷
*রাজস্থানের মরু অঞ্চলের প্রধান নদীর নাম – লুনি ৷
*সুবর্ণরেখা নদীর গতিপথে – হুড্রু জলপ্রপাত অবস্থিত ৷
*কাবেরি নদীর গতিপথে শিবসমুদ্রম জলপ্রপাত সৃষ্টি হয়েছে ৷
*লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত ৷
*আনাইসাগর হ্রদ থেকে লুনি নদীর সৃষ্টি হয়েছে ৷
*সরাবতি নদীর গতিপথে গেরসোপ্পা বা *যোগজলপ্রপাতের সৃষ্টি হয়েছে ৷
*নর্মদা নদীর গতিপথে ধুয়াধার জলপ্রপাতের সৃষ্টি হয়েছে ৷
*ত্র্যাম্বক উচ্চভূমি থেকে গোদাবরি নদীর উৎপত্তি হয়েছে
*যমুনা নদী এলাহাবাদের কাছে গঙ্গার সঙ্গে মিলিত হয়ছে
.....
*গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ তুষারগুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে ৷
*ভারতের দুটি লবণাক্ত জলের হ্রদের নাম সম্বর ও চিল্কা৷
*ভারতের একটি অর্ন্তবাহিনী নদীর নাম লুনি ৷
*দক্ষিন ভারতের নদিগুলি শুধু বৃষ্টির জলে পুষ্ট ৷
*ভারতের প্রধান নদীর নাম গঙ্গা ৷
*যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে ৷
*হরিদ্বারের কাছে গঙ্গা সমভুমিতে নেমে এসেছে ৷
*উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদী – সিন্ধু ৷
*উত্তর-পূর্ব ভারতের প্রধান নদী – ব্রক্ষ্মপুত্র ৷
*কাশ্মির উপত্যকার মধ্য দিয়ে – ঝিলাম বা বিতস্তা নদী প্রবাহিত হয়েছে ৷
*সিন্ধু নদীর তীরে হরপ্পা ও মহেঞ্জেদারো সভ্যতার সৃষ্টি হয়েছিল ৷
সবরমতি নদী – আরাবল্লি পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে ৷
ভারতের একটি আদর্শ নদী – গঙ্গা ৷
সরাবতী একটি পশ্চিম বাহিনী নদী ৷
পাঞ্জাবের প্রধান নদী – শতদ্রু ৷
অরুণাচলপ্রদেশে ব্রক্ষ্মপুত্রের নাম – ডিহং ৷
**তাপ্তি নদীর প্রধান উপনদীর নাম – পূর্ণা ৷
**ডাল ও উলার হ্রদ কাশ্মিরে অবস্থিত ৷
**গঙ্গার দূষণ রোধের জন্য ১৯৮৫ সালে সেন্ট্রাল গঙ্গা ,*অথোরিটি নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত করা হয় ৷
**মহানদীর উপর ভারতের দীর্ঘতম ( ২৬ কিমি) বাঁধ – হিরাকুদ অবস্থিত ৷
......
**মেট্টুর বাঁধ কাবেরী নদীর উপর অবস্থিত ৷
,*নাগারজুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত ৷
**জন্মু কাশ্মিরের লাদাখে বিশ্বের উচ্চতম হ্রদ (১৪,২৫৬ ফুট) পংগং অবস্থিত ৷
**ভারতের বৃহত্তম হ্রদের নাম – কাশ্মিরের উলার ৷
**শতদ্রু নদীর উপর ভারতের উচ্চতম বাঁধ ভাকরা – নাঙ্গাল অবস্থিত ৷
-----
গঙ্গা ব্রক্ষ্মপুত্রের ব-দ্বীপ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমির উদাহরণ ৷
ব্রক্ষ্মপুত্রের মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ ৷
গোদাবরি নদী কে দক্ষিন ভারতের গঙ্গা বলা হয় ৷
কাবেরি নদীকে দক্ষিন ভারতের পবিত্র নদী বলা হয় ৷
ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্য উল্লেখযোগ্য – *নর্মদা,তাপ্তি,সবরমতি ও সরাবতি ৷
*গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি৷ হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতি ৷ রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মুখ পর্যন্ত গঙ্গার নিন্মগতি ৷
লুনি নদী কচ্ছের রণে পড়েছে ৷
নর্মদা ও তাপ্তি নদী গ্রস্থ উপত্যকার মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে ৷
বাংলাদেশে ব্রক্ষ্মপুত্রের নাম যমুনা ৷
Q. ব্রক্ষ্মপুত্রের দুটি উপনদীর নাম হল – সুবর্ণসিরি ও লোহিত ৷
**ভারতের প্রধান জলবিভাজিকা কোনটি ?
বিন্ধ পর্বত মালা
**পূর্ব ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি ?
চিল্কা
**নাসিক শহরটি যে নদীর তীরে অবস্হিত ?
গোদাবরী
**চম্বল নদীটি যে নদীর উপনদী
যমুনা
**আমেদাবাদ শহরটি যে নদীর তীরে অবস্হিত ?
সবরমতী
____________________________________
খুব ভালো লাগলো
ReplyDeleteভালো কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না।।।😕
ReplyDeleteVery nice
ReplyDeleteVery nice Questions
ReplyDeleteI got my ans thank u
ReplyDeletehi
ReplyDeleteKhub valo
ReplyDelete