objective 1
*কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? -ভিটামিন A
*"Discovery of India" গ্রন্থের রচয়িতা কে? -জহরলাল নেহরু
*পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? -কলসুবাই
*কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? -চম্বল নদী
*কোন আসিড কে "King of Acids" বলা হয়? -সালফিউরিক আসিড (H2SO4) *ফুসফুসের আবরণীকে কি বলে? -প্লুরা
*ভারতীয় সুপ্রিমকোর্ট কবে স্থাপিত হয়? -1950সালে
*ভারতের প্রথম কোন কোনহাইকোর্ট স্থাপিত হয়? -ক্যালকাটা,বোম্বাই,মাদ্রাজ *WHO সংস্থার সদর দপ্তর কোথায় ? -জেনিভা শহরে
*I.S.R.O এর পুরোনাম কি?
-Indian Space Research Organisation *পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? -প্রফুল্লচন্দ্র ঘোষ *মানবদেহে কোষের আবিষ্কারক কে? -রবার্ট হুক
*কলকাতায় কত সালে ট্রাম চালু হয়? -1873সালে
*রেলওয়ে বোর্ড গত সালে গঠিত হয়? -1905সালে
*পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? _ভাগীরথী-হুগলি
*ক্লোরোফর্ম কে আবিষ্কার করে? -সিম্পসন ও হ্যারিসন *ভিটামিন C এর বৈজ্ঞানিক নাম কী? -আসকরবিক আসিড
*দ্বিতীয় হুগলি সেতু কবে তৈরি হয়? -1992সালে
*শেষ টেস্ট ইনিংসে কত রানে আউট হন শচীন তেন্ডুলকর? -74
*T শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? -গলফ
*সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত?
-খাদ্যশস্য
*'ডোগরি' ভাষাটি কোন রাজ্যে কথিত হয়?
-জম্মু কাশ্মীর
*কে প্রথম গণপতি উত্সব চালু করেন?
-লালা লাজপত রায়
*মানব শরীরের দীর্ঘতম কোশ কি?
-স্নায়ুকোশ
*বড় আন্দামান ও ছোট আন্দামান মাঝে কোন প্রণালী অবস্থিত ?
-ডানকান প্রণালী
*আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
-গুরুশিখর
*"হিন্দু প্যাট্রিয়ট" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
-হরিশচন্দ্র মুখার্জি
*অক্ষাংশ ও দ্রাঘিমার ছেদ বিন্দুর সাহায্যে কি নির্ণয় করা হয়?
-কোনো স্থানের অবস্থান
*"The Ground beneath her feet" বইটি কার লেখা?
-সলমন রুশদি
*মানব শরীরে কত জোড়া লালাগ্রন্থি থাকে ?
-3জোড়া
*National Chemical Laboratory কোথায় অবস্থিত ?
-পুণে তে
*রাজ্যসভায় সর্বাধিক কতজন মনোনীত করা যায়?
-12জন
কোন মোঘল সম্রাট 'আলমগীর' নামে পরিচিত ? -ঔরঙ্গজেব
*ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ? -লর্ড মাউন্ট ব্যাটেন *"রাখীবন্ধন" উত্সবের উদ্যোক্তা কে? -রবীন্দ্রনাথ ঠাকুর
*ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি ? -NH7
*কলকাতার অক্ষাংশগত মান কত? -22°34'N
*মাজুলি দ্বীপটি কোন নদীতে অবস্থিত ? -ব্রহ্মপুত্র (আসাম রাজ্যে) *দক্ষিন ভারতের দীর্ঘতম নদীর নাম কী? -গোদাবরী
*ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ এর নাম কি? -আর্যভট্ট
*বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? -16ই অক্টোবর
*"চায়নাম্যান" শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? -ক্রিকেট
*MS এক্সেলের মোট কতটি রো (ROW) থাকে ? -65536টি
এক নজরে আমাদের এই পশ্চিমবঙ্গঃ60টি প্রশ্নত্তোর
**********************************************
1. পঃবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন—প্রফুল্ল চন্দ্র ঘোষ
2. পঃবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন—রাজা গোপালাচারী
3. পঃবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন—পদ্মজা নাইডু
4. পঃবঙ্গে সবচেয়ে বেশিদিন রাজ্যপাল ছিলেন—পদ্মজা নাইডু
5. পঃবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী –মমতা ব্যানার্জী
6. মমতা ব্যানার্জী কততম মুখ্যমন্ত্রী হয়েছেন=অষ্টম
7. মমতা ব্যানার্জী প্রথমবার কবে মুখ্যমন্ত্রী হন=2011-এর 20শে মে
8. মমতা ব্যানার্জী দ্বিতীয়বার কবে মুখ্যমন্ত্রী হন=2016-এর 27শে মে
9. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হনকে=মমতা ব্যানার্জী
10. ভারতের প্রথম মহিলা কয়লামন্ত্রী হন কে=মমতা ব্যানার্জী
11. ভারতের প্রথম মহিলা ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী হন কে=মমতা ব্যানার্জী
12. ভারতের প্রথম মহিলা আঞ্চলিক দল তৈরি করেন =মমতা ব্যানার্জী
13. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সর্বাধিক বই লেখেন=মমতা ব্যানার্জী
14. ভারতের প্রথম উচ্চশিক্ষিতা মহিলা মুখ্যমন্ত্রী=মমতা ব্যানার্জী[BA(Hons),MA,LLB]
15. পঃবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন—১৯৫২
16. পঃবঙ্গের প্রথম স্পীকার ছিলেন—শৈল কুমার মুখার্জী
17. পঃবঙ্গের প্রথম ডেপুটি স্পীকার ছিলেন—আশুতোষ মল্লিক
18. পঃবঙ্গের প্রথম উপ মুখ্যমন্ত্রী ছিলেন—জ্যোতি বসু
19. পঃবঙ্গের শেষ উপ মুখ্যমন্ত্রী ছিলেন—বুদ্ধদেব ভট্টাচার্য্য
20. পঃবঙ্গের প্রথম শিক্ষা মন্ত্রী ছিলেন—পান্নালালবোস
21. পঃবঙ্গের প্রথম অর্থমন্ত্রী ছিলেন—অশোক মিত্র
22. পঃবঙ্গের বিধান পরিষদের প্রথম সভাপতি ছিলেন—সুনীতি কুমার চ্যাটার্জী(১৯৫২-৬৫)
23. পঃবঙ্গের জেলা পরিষদ কটি—১৮টি(জেলা—২০টি,কোলকাতা দার্জিলিং –এ নেই)
24. পঃবঙ্গের পঞ্চায়েত সমিতি কটি—৩৪১টি(ব্লক আছে ৩৪১ টি)
25. পঃবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ কোনটি—শিলিগুড়ি.
26. পঃবঙ্গের গ্রাম পঞ্চায়েত কটি—৩৩৫৪টি
27. পঃবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়—১৯৭৮সালে(২০১৩ তে অষ্টম নির্বাচন হয়েছে)
28. পঃবঙ্গের প্রথম বিধানসভা কবে গঠিত হয়-১৮ই জুন ১৯৫২
29. পঃবঙ্গে বর্তমানে কততম বিধানসভা গঠিত হয়েছে—১৬তম(২০১৬তে ১৬তম নির্বাচন হয়েছে)
30. পঃবঙ্গের বিধান পরিষদ কবে গঠিত হয়–৫ই জুন ১৯৫২(সদস্য ছিলেন ৫১ জন)
31. পঃবঙ্গের বিধান পরিষদ কবে অবলুপ্ত হয়—১লা আগষ্ট ১৯৬৯.
32. পঃবঙ্গের পৌরসভা আছে কটি –১২১টি(কর্পোরেশন আছে ৭টি)
33. পঃবঙ্গের বিধান সভার সদস্য সংখ্যা কত—২৯৫(নির্বাচিত-২৯৪+মনোনীত-১)
34. পঃবঙ্গে কতবার জরুরী অবস্থা জারী হয়—৪বার(১৯৬২,৬৮,৭০,৭১)
35. কোলকাতা হাইকোর্টে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন—বার্নেস পীকক
36. কোলকাতা হাইকোর্টে প্রথম মহিলা প্রধান বিচার পতি—মঞ্জুলা চেল্লুর
37. পঃবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত আইন কবে পাস হয়—১৯৭৩ সালে
38. পঃবঙ্গের কয়টি বিভাগ আছে—৩টি(প্রেসিডেন্সি,বর্ধমান,জলপাইগুড়ি)
39. তৃনমূল কংগ্রেস দলের জন্ম হয় কবে=১লা জানুয়ারি১৯৯৮40. সি.পি.আই.(এম) দলের জন্ম হয় কবে=১৯৬৪.(সি.পি.আই থেকে বেড়িয়ে এসে)
41. জ্যোতি বসু কততম মুখ্যমন্ত্রী ছিলেন—৬তম(২১জুন১৯৭৭-৬ইনভে:২০০০)
42. সি.পি.আই(এম) দলের প্রতিষ্ঠাতা কে=জ্যোতি বসু(আসল নাম জ্যোতিরিন্দ্র বসু)
43. পঃবঙ্গে তৃনমূল কবে ক্ষমতায় আসে—২০শে মে ২০১১
44. 2011 সালে পঞ্চদশ বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেস কটি আসন পায়=184টি
45. 2011 সালে পঞ্চদশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও CPI(M) কটি করে আসন পায়=42 ও 40
46. পঃবঙ্গের রূপকার কাকে বলা হয়—বিধান চন্দ্র রায়
47. পঃবঙ্গের কোন মুখ্যমন্ত্রী ভারত রত্ন উপাধি পেয়েছিলেন=বিধানচন্দ্ররায়
48. পঃবঙ্গে তৃনমূল কবে দ্বিতীয়বার ক্ষমতায় আসে—২৭শে মে ২০১৬
49. 2016 ষষ্ঠদশ বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেস কটি আসন পায়=211টি
50. 2016 ষষ্ঠদশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও CPI(M) কটি করে আসন পায়=44 ও 26টি
51. বর্তমান স্কুলশিক্ষা,উচ্চশিক্ষা,সংসদবিষয়ক মন্ত্রী হলেন=পার্থ চ্যাটার্জী
52. বর্তমান অর্থ ও শিল্প,আবগারী,বানিজ্যমন্ত্রী হলেন=অমিত মিত্র
53. বর্তমান অর্থ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও জনস্বাস্থ্য মন্ত্রী হলেন=সুব্রত মুখার্জী
54. বর্তমান পর্যটন দপ্তরের উপমন্ত্রী হলেন=ইন্দ্রনীল সেন
55. বর্তমান পরিবহন মন্ত্রী হলেন=শুভেন্দু অধিকারী
56. বর্তমান নগর উন্নয়ন ও পুর মন্ত্রীহলেন=ফিরাদ হাকিম
57. মুখ্যমন্ত্রীর হাতে আছে=স্বরাষ্ট্র,স্বাস্থ্য ও পরিবার কল্যান,সংখ্যালঘু উন্নয়ন,ভূমিসংস্কার,তথ্য ও সংস্কৃতি,পার্বত্য বিষয়ক,প্রশাসনিকসংস্কার,ক্ষুদ্রওছোটশিল্প
58. বর্তমান বিদ্যুৎ মন্ত্রী হলেন=শোভনদেব চট্টোপাধ্যায়
59. বর্তমান কৃষি মন্ত্রী হলেন=পূর্নেন্দুবোস
60. বর্তমান খাদ্য ও সরবরাহ মন্ত্রী হলেন=জ্যোতিপ্রিয় মল্লিক
61. বর্তমান পূর্ত এবং যুবকল্যান মন্ত্রী হলেন=অরূপ বিশ্বাস
ভারতের বিভিন্ন বিষয়ের জনক
1. ভারতীয় সংবিধানের জনক কে=আম্বেদকর
2. আধুনিক ভারতের/জাতির জনক কে=গান্ধীজী
3. ভারতীয় আইনের জনক কে=আম্বেদকর
4. ভারতীয় গনতন্ত্রের জনক কে=আম্বেদকর
5. ভারতীয় ফৌজদারী আইনের(IPC) জনক কে=মেকলে
6. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কে=নেহরু
7. ভারতে বিদেশ নীতির জনক কে=নেহরু
8. জোটনিরপেক্ষতা নীতির জনক কে=নেহরু
9. ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কে=গান্ধীজী
10. ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কে=লর্ড রিপন
11. ভারতে আমলাতন্ত্রের/
প্রশাসনের জনক কে=লর্ড কর্ণওয়ালিস
12. ভারতীয় রাষ্ট্রকৃত্যকের জনক কে=সর্দ্দার প্যাটেল***
13. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে=A.O.হিউম
14. ভারতে জনস্বার্থ মামলার জনক কে=P.N.ভগবতী
15. ভারতে লোক আদালতের জনক কে=P.N.ভগবতী
16. ভারতে বিজ্ঞানের/পরমানু শক্তির জনক কে=H.J.ভাবা
17. ভারতে বিপ্লবের/জাতীয় আন্দোলনের জনক কে=বাল গঙ্গাধর তিলক
18. ভারতীয় নবজাগরনের জনক কে=রামমোহন রায়
19. ভারতীয় উদারনীতিবাদের জনক কে=রামমোহন রায়
20. ভারতীয় ইতিহাসের জনক কে=মেঘাস্থিনিস
21. ভারতীয় রাজনীতির/
রাষ্ট্রবিজ্ঞানের জনক কে=কৌটিল্য/চানক্য***
22. ভারতীয় ভূগোলের জনক কে=জেমস রেনেল
23. ভারতীয় সমাজতত্ত্বের জনক কে=G.S.ঘুরে
24. ভারতীয় গনিতের জনক কে=রামানুজন/আর্যভট্ট(সর্বসম্মত নয়)
25. ভারতে দশমিক/শূন্যের জনক কে=আর্যভট্ট
26. ভারতীয় জাতীয়তাবাদের জনক কে=বিবেকানন্দ
27. ভারতীয় জাতীয় পতাকার জনক কে=পিঙ্গালী ভেঙ্কাইয়া
28. ভারতীয় মহাকাশ গবেষনার জনক কে=বিক্রম সারাভাই
29. ভারতীয় বাজেটের জনক কে=প্রশান্ত চন্দ্র মহালনাবিশ
30. ভারতীয় পন্টিং-এর জনক কে=নন্দলাল বোস
31. ভারতীয় সিনেমার জনক কে=দাদা সাহেব ফালকে
32. ভারতীয় সার্জারির/প্লাস্টিক সার্জারির জনক কে=সুশ্রুত
33. ভারতীয় সেনা বাহিনীর জনক কে=স্ট্রিংগার লরেন্স
34. ভারতীয় পরিসংখ্যানের জনক কে=প্রশান্ত চন্দ্র মহালনাবিশ
35. ভারতীয় সমবায় আন্দোলনের জনক কে=ফেডেরিক নিকলসন
36. ভারতীয় ইঞ্জিনিয়ারিং-এর জনক কে=M.বিশ্বেশ্বরিয়া
37. ভারতীয় রেলওয়ের জনক কে=লর্ড ডালহৌসি
38. ভারতীয় উদার অর্থনীতির জনক কে=P.V.নরসিমা রাও
39. ভারতের “পূর্বে তাকাও নীতির” জনক কে= P.V.নরসিমা রাও
40. ভারতের “বাস কূটনীতির” নীতির জনক কে=বাজপয়ী
41. ভারতীয় শিক্ষার জনক কে=লর্ড মেকলে
42. ভারতীয় পরিকল্পনার জনক কে= M.বিশ্বেশ্বরিয়া
43. ভারতীয় হকির জনক কে=ধ্যানচাঁদ
44. ভারতীয় মেডিসিনের জনক কে=চড়ক
45. ভারতীয় মিসাইলের জনক কে=A.P.J.আব্দুল কালাম
46. ভারতীয় টেলিভিসনের জনক কে=ডঃ সুভাষচন্দ্র
47. ভারতীয় বাস্তুতন্ত্রের জনক কে=R.মিশ্র
48. ভারতীয় আয়ুরবেদের জনক কে=চড়ক
49. ভারতীয় সাংবাদিকতার জনক কে=J.A.Hickey
50. ভারতে সবুজ বিপ্লবের(কৃষি) জনক কে=M.S.স্বামীনাথন
51. ভারতে White বিপ্লবের(দুধ ও ডেয়ারি) জনক কে=ভার্গিস কুরিয়েন
52. ভারতে নীল(Blue) বিপ্লবের(মাছ) জনক কে=অরুন কৃষ্ণান
53. ভারতে সিলভার বিপ্লবের(ডিম ও পোল্ট্রি) জনক কে=ইন্দিরা গান্ধী
54. ভারতে গোল্ডেন ফাইবার বিপ্লবের(পাট) জনক কে=নির্পাক টুটেজ
55. ভারতে লাল(Red) বিপ্লবের(মাংস ও টমেটো) জনক কে=বিশাল তেওয়ারী
56. ভারতে পিঙ্ক(Pink) বিপ্লবের(প্রন,পেঁয়াজ) জনক কে=দুর্গেশ প্যাটেল
57. ভারতে হলুদ বিপ্লবের(তৈলবীজ) জনক কে=বিন্দেশ্বর প্রসাদ সিং.
পশ্চিমবঙ্গের উপর কিছু GK -----
1. বাংলার যে জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে - নদিয়া(কৃষ্ননগর,ধুবুলিয়া)বর্ধমান(দুর্গাপুর,আউসগ্রাম)বাঁকুড়া,পুরুলিয়া(আর্দ্রা)।
2. বাংলার পূর্বদিকে অবস্থিত দেশ হল - বাংলাদেশ ।
3. বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল - 21টি ।
4. উত্তর - পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় - শিলিগুড়িকে ।
5. দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল - ক্যানিং ।
6. বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত - পুরুলিয়া ।
7. বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে - 21 শে জুন ।
8. সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় - দক্ষিণ 24 পরগনা ।
9. প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর হল - আলিপুর ।
10. 'Chicken's Neck' বলা হয় - উত্তর দিনাজপুরের চোপড়াকে ।
11. 'City of Joy' বলা হয় - কলকাতাকে ।
12. বাংলার উত্তরের সমভূমি অংশ হল - বরেন্দ্রভূমি ।
13. বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে - সিঙ্গলিলা ।
14. বাংলার সর্বোচ্চ শৃঙ্গ - সান্দাকফু ।
15. বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল - গুরুশিখর ।
16. বাংলায় বালিয়াড়ি দেখা যায় - উত্তরের সমভূমিতে ।
17. রাঢ় সমভূমির ভূপ্রকৃতি - তরঙ্গায়িত ।
18. কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ হল - ঋষিলা ।
19. বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় - ভুটানে ।
20. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় - বীরভূমে ।
21. পেডং কথার অর্থ - অর্কিডের শহর ।
22. তরাই শব্দের অর্থ - স্যাঁতসেঁতে ভূমি ।
23. শুশুনিয়া পাহাড় অবস্থিত - বাঁকুড়া জেলায় ।
24. দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল - ঘুম ।
25. রাঙামাটির দেশ বলা হয় - রাঢ় অঞ্চলকে ।
26. মথুরাখালি পাহাড় অবস্থিত - বীরভূমে ।
27. গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের - ধুলিয়ানে ।
28. গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে - 520 কিমি ।
29. বাংলার প্রধান নদী - গঙ্গা ।
30. দামোদরনদকে বলা হয় - বাংলার দুঃখ ।31. বহরমপুর বিখ্যাত - রেশম শিল্পের জন্য ।
32. রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো শহর হল - বর্ধমান ।
33. বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হল - দিঘা ও জুনপুট ।
34. ভারতে প্রথম পাতাল রেল চালু হয় - কলকাতায় ।
35. হলদিয়া বিখ্যাত - পেট্রোরসায়ন শিল্পের জন্য ।
36. কৃষ্ণনগর বিখ্যাত - মৃৎ শিল্পের জন্য ।
37. জলপাইগুড়ি শহর অবস্থিত - মহানন্দা ও বালাসন নদীর তীরে ।
38. শংকরপুর একটি - মৎস্য বন্দর ।
39. বাংলায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত - কলকাতায় (বেলগাছিয়া) ।
40. লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত - দক্ষিণ 24 পরগনায় ।
41. বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় - 1986 সালে ।
42. বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত - কলকাতার বেলগাছিয়ায় ।
43. দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল - 1875 সালে ।
44. বাংলায় ধানের বউল বলা হয় - বর্ধমানকে ।
45. জয়ন্তি হল - সংরক্ষিত বনভূমি ।
46. সুন্দরবন হল - সুরক্ষিত বনভূমি ।
47. খোয়াই অঞ্চল দেখা যায় - বীরভূম জেলায় ।
48. উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি - খিয়র নামে পরিচিত ।
49. তাল শব্দের অর্থ - জলাভূমি ও নিম্নভূমি ।
50. সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে - আবাদ বলে ।
51. বাংলায় সবচেয়ে কম বৃষ্টি হয় - বীরভূমের ময়ূরেশ্বরে ।
52. বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় - আসানসোলে ।
53. মৌসুমি রাজ্য বলা হয় - বাংলাকে ।
54. খরার জেলা বলা হয় - পুরুলিয়াকে ।
55. বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় - বক্সা ডুয়ার্সে ।
56. করোনেশন ব্রিজ অবস্থিত - তিস্তা নদীর ওপর ।
57. কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম - কুন্তী নদী ।
58. দামোদরের প্রধান উপনদীর নাম - বরাকর ।
59. সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল - মাতলা ।
60. অজয়নদ -এর উৎপত্তি - দুমকা উচ্চভূমি থেকে
প্রশ্ন ১ : সম্প্রতি সেরা শিশুদের ছবির জাতীয় পুরস্কার জিতল কোন ফিল্ম ?
উত্তর : ধনক
প্রশ্ন ২ : ৭ এপ্রিল গেল বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য দিবসের এবছরের থিম কী ছিল ?
উত্তর : Depression: let’s talk
প্রশ্ন ৩ : জিন তত্ত্বের জনক কাকে বলা হয় ?
উত্তর : গ্রেগর মেন্ডেল
প্রশ্ন ৪ : দিবাং অভয়ারণ্য কোথায় ?
উত্তর : অরুণাচল প্রদেশ
প্রশ্ন ৫ : শ্যাম কুমারের নাম কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর : বক্সিং
প্রশ্ন ৬ : ২০১৭ দেওধর ট্রফি কারা জিতেছে ?
উত্তর : তামিলনাড়ু
প্রশ্ন ৭ : গরিবদের জন্য দীনদয়াল রসুই যোজনা- চালু করেছে কোন রাজ্য সরকার ?
উত্তর : মধ্যপ্রদেশ
প্রশ্ন ৮ : সম্প্রতি কেমিক্যাল হানায় সিরিয়ায় প্রাণ গেছে অনেকের। কোন গ্যাস ব্যবহৃত হয়েছে এই হানায় ?
উত্তর : সারিন গ্যাস (C4H10FO2P)
প্রশ্ন ৯ : কে চন্দ্রশেখর রাও কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?
উত্তর : তেলাঙ্গানা
প্রশ্ন ১০ : পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত লিফটের প্রস্তাব দিয়ে নাসার বিশেষ মুন প্রাইজ় জিতে নিয়েছে সাই কিরণ পি। সে কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তর : তামিলনাড়ু
প্রশ্ন ১১ : সম্প্রতি CPS প্রকল্পের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কী এই CPS ?
উত্তর : সাইবার ফিজ়িক্যাল সিস্টেমস
প্রশ্ন ১২ : সেরা মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে এবছর জাতীয় পুরস্কার জিতলেন ইমন চক্রবর্তী। তিনি যে গানটির জন্য পুরস্কার জিতলেন, সেই গানটি কোন সিনেমায় ব্যবহৃত হয়েছে ?
উত্তর : প্রাক্তন
প্রশ্ন ১৩ : নোবেলজয়ী বব ডিলান কোন দেশের বাসিন্দা ?
উত্তর : অ্যামেরিকা
প্রশ্ন ১৪ : আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর : হকি
প্রশ্ন ১৫ : ইন্টারনেট স্পিডের গতি মাপক GBPS। এর পুরো কথা কী ?
উত্তর : গিগাবাইট পার সেকেন্ড
প্রশ্ন ১৬ : হ্যানসেনস ডিজ়িজ় কোন রোগের আরেক নাম ?
উত্তর : কুষ্ঠ
প্রশ্ন ১৭ : মৌমাছির কটি চোখ থাকে ?
উত্তর : পাঁচটি
প্রশ্ন ১৮ : অমর্ত্য সেন কত সালে নোবেল পেয়েছেন ?
উত্তর : ১৯৯৮
প্রশ্ন ১৯ : DDT-র আবিষ্কারক কে ?
উত্তর : পল হারমান মুলার
প্রশ্ন ২০ : হিরাকুদ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ? কোন রাজ্যে ?
উত্তর : মহানদী, ওড়িশা
1. এশিয়ার প্রথম খনিজ তৈল শোধনাগারটি কোথায় অবস্হিত..?
> ডিগবয় (অসম)
2. কোন দেশের মুদ্রাস্ফীতি রোধের পরিকল্পনার নাম 'প্ল্যানো রিয়েল'..?
> রাশিয়া
3. লেলিনের প্রকৃত নাম কি..?
> ভ্লাদিমির ইলিচ উইলিয়াভ
4. লাতিন আমেরিকার কোন দেশে প্রথম সমকামী বিবাহ আইনি স্বীকৃতি পায়..?
> আর্জেন্টিনা
5. 'স্পার্টাসিস্ট' কাদের বলে..?
> জার্মানির কমিউনিস্ট দলকে
6. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলে..?
> সেনেট
7. বিশ্বের প্রাচীনতম রাজধানী কোনটি..?
> দামাস্কাস
8. হ্যানসেন'স ডিজিজ বলতে কোন রোগকে বলে..?
> কুষ্ঠ
9. কেনিয়ার চার কোটি বৃক্ষরোপণ আন্দোলনের নাম কি..?
> গ্রীন বেল্ট
10. পশুপতিনাথ মন্দির কোথায় অবস্হিত
> নেপাল
1) ২০১২ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় - লন্ডন
2) কোচবিহার ট্রফি কোন খেলার সাথে যুক্ত - ক্রিকেট
3) যোগ জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে - সরাবতী
4) লোকমান্য কার উপাধি - বাল গঙ্গাধর তিলক
5) শিবকুমার শর্মা কীসের সাথে যুক্ত - সন্তুর
6) ভারতের প্রাচীনতম তৈলশোধনাগার কোথায় অবস্থিত - ডিগবয়
7) কন্যাকুমারী ভারতের কোন রাজ্যে অবস্থিত - তামিলনাড়ু
8) বঙ্গভঙ্গের আদেশ কে জারি করেন - লর্ড কার্জন
9) স্থায়ী চুম্বক তৈরির জন্য কি ব্যবহার করা হয় - নরম লোহা
10) "সারেজাহা সে আচ্ছা" গানটি কে রচনা করেছেন - ইকবাল
11) বাংলাদেশে সংঘটিত 'কোমেন' এর ঝড়ের নামকরণ করে - থাইল্যান্ড
12) ভারতের প্রথম কবে সাধারণ নির্বাচন হয় - ১৯৫২
13) প্রধান গ্রাফাইট উত্পাদক দেশ হল - ভারত
14) দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন হল - ২২শে ডিসেম্বর
15) কোন মৌলিক অধিকার সর্বাধিক সংশোধিত এবং বিতর্কিত - সম্পত্তির অধিকার
16) কোন দাস বংশীয় সুলতান দীর্ঘতম সময় ধরে রাজত্ব করেন - ইলতুতমিস
16) ভারতের কোন রাজ্যের M.P-র সদস্য সংখ্যা বেশি - উত্তরপ্রদেশ
১৭) ক্যাবিনেট মিশন প্ল্যান কবে ভারতে আসে - ১৯৪৬ সালে
18) ভারতের সংবিধান কবে গৃহীত হয় - ১৯৪৯ সালে ২৬সে নভেম্বর
19) EMP এর সম্পূর্ণ অর্থ কি - এম্বডেন, মেয়ারহফ, পারনেস
20) মোট উপনিষদের সংখ্যা - ১০৮টি
21) Indian Opinion পত্রিকাটি কার লেখা - মহাত্মা গান্ধী
22) সব থেকে ছোট ব্যাঘ্র প্রকল্প কোনটি - পেঞ্চ.
প্রশ্ন ১ : কোচবিহার কত সালে
পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় ?
উত্তর : ১৯ জানুয়ারি, ১৯৫০
প্রশ্ন ২ : পৃথিবীর আউটার কোরকে কী
ঘিরে রয়েছে ?
উত্তর : ম্যানটেল
প্রশ্ন ৩ : ভীমরাও কেসরকার কোন
খেলার সঙ্গে জড়িত ?
উত্তর : জ্যাভেলিন থ্রো
প্রশ্ন ৪ : Gandhi in Champaran কার লেখা ?
উত্তর : দীননাথ গোপাল তেন্ডুলকর
প্রশ্ন ৫ : অজন্তা গুহা কোন রাজ্যে ?
উত্তর : মহারাষ্ট্র
প্রশ্ন ৬ : পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গের
কততম জেলা ?
উত্তর : ২৩
প্রশ্ন ৭ : বাতাসের মাধ্যমে উদ্ভিদের
গর্ভসঞ্চারকে কী বলে ?
উত্তর : অ্যানিমোফিলি
প্রশ্ন ৮ : পায়োরিয়া কীসের অসুখ ?
উত্তর : মাড়ি
প্রশ্ন ৯ : কোন সালে ই-মেল পাঠাতে
@ ব্যবহার শুরু হয় ?
উত্তর : ১৯৭২
প্রশ্ন ১০ : ইন্টারনেটের গতি কোন
এককে মাপা হয় ?
উত্তর : কেবিপিএস
প্রশ্ন ১১ : টিভির অ্যান্টেনা বা কেবল
কোন তরঙ্গ পাঠায় ?
উত্তর : রেডিও ফ্রিকোয়েন্সি
প্রশ্ন ১২ : কত বিটে (bit ) এক বাইট (byte) ?
উত্তর : ৮ বিট
প্রশ্ন ১৩ : কম্পিউটারে DOS-এর অর্থ কী ?
উত্তর : ডিস্ক অপারেটিং সিস্টেম
প্রশ্ন ১৪ : KBPS পুরো কথা কী ?
উত্তর : কিলোবিট পার সেকেন্ড
প্রশ্ন ১৫ : প্রথম কোন ভারতীয় ইংলিশ
চ্যানেল সাঁতরে পার হন ?
উত্তর : মিহির সেন
প্রশ্ন ১৬ : গুরু কেলুচরণ মহাপাত্রের সঙ্গে
কোন নৃত্যশৈলীর নাম যুক্ত ?
উত্তর : ওড়িশি নৃত্য
প্রশ্ন ১৭ : বেন কিংসলে কে ?
উত্তর : চলচ্চিত্রাভিনেতা
প্রশ্ন ১৮ : হরিপ্রসাদ চৌরাশিয়ার নাম
কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর : বাঁশি
প্রশ্ন ১৯ : কোন আইনে অভিনেতা সঞ্জয়
দত্ত গ্রেপ্তার হন ?
উত্তর : টাডা
প্রশ্ন ২০ : বেসিনের সন্ধি কত সালে
হয় ?
উত্তর : ১৮০২
ar kichu chai
ReplyDelete